This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, March 23, 2012

গুগল ডকস-এ এলো গ্রামার ও স্পেল চেক

সম্প্রতি গুগল জানিয়েছে, তাদের ওয়েব-বেসড ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন গুগল ডকস-এ যোগ করা হয়েছে গ্রামার ও স্পেল চেকিং সুবিধা। এতে করে কেবল ডিকশনারি থেকেই লিখিত শব্দের ভুল নির্ণয় করবে না গুগল। খবর ম্যাশএবল-এর।

গুগল জানিয়েছে, সাধারণ যেসব ভুল মানুষ করে থাকেন যেগুলো এতোদিন গুগল ডকস ধরতে পারতো না, এখন সেসব ভুলও গুগল ডকস ধরতে পারবে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কেবল নির্দিষ্ট কোনো অভিধান থেকেই আর শব্দ মেলানোর চেষ্টা করবে না। বরং ওয়েবজুড়ে ঘুরে বেড়ানো গুগল বটের সাহায্যে চলমান বা নতুন আসা শব্দগুলোও সহজে শিখে নেবে গুগল। ফলে নতুন কোনো শব্দ ইন্টারনেটে প্রচলিত হলে তাকে ভুল হিসেবে চিহ্নিত করবেনা গুগল ডকস।

ম্যাশএবল-এর মতে, নতুন এই সুবিধা গুগল ডকস-কে প্রধান প্রতিদ্ব›দ্বী মাইক্রোসফটের ওয়ার্ড-এর অনেকটা কাছাকাছি নিয়ে গেছে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

Monday, March 12, 2012

পুরাতন সফটওয়্যারের বিভিন্ন লিংক


www.oldversion.com


পুরাতন সফটওয়্যার ডাউনলোদের ক্ষেত্রে আমার কাছে এই সাইটটি সবচেয়ে ভালো লেগেছে কারন এখানে সফটওয়্যারের পাশাপাশি আছে কিছু জনপ্রিয় পুরাতন গেমস।। Windows, Mac, Linux এর জনপ্রিয় ১৯৩৮ টি সফটওয়্যারের ৬৮৯০ টি ভার্সন আছে।। আপনার সংগ্রহে যদি কোন সফটওয়্যারের পুরনো ভার্সন থাকে তবে সাইটটিতে রেজিস্টার করে আপনি তা শেয়ারও করতে পারবেন।

www.oldapps.com


Content এর দিক থেকে এ সাইটটি বেশ ভালো। এখানেও আপনি Windows, Mac ও Linux এর জনপ্রিয় সফটওয়্যারগুলো পাবেন প্লাস আপনারগুলো শেয়ারও করতে পারবেন।

www.old-versions.org


এ সাইটটিতে শুধুমাত্র Windows এর সফটওয়্যারগুলো পাবেন। সফটওয়্যারের বেশ ভালো কালেকশন এখানে রয়েছে।

www.oldware.org


২৪৫৩ টি Archive সফটওয়্যারের এক বিশাল সংগ্রহশালা। সাইটটিতে সফটওয়্যারগুলো Alphabetically সাজানো। কিন্তু সবই Windows এর জন্য।

www.old-versions.net


দৈনন্দিন প্রয়োজনীয় বেশ কিছু সফটওয়্যার এখানে পাবেন। এখানেও Windows এর একক আধিপত্য। আর হ্যা, আপনার সংগ্রহে থাকা পুরাতন সফটওয়্যার শেয়ারের ব্যবস্থা এখানে আছে। (গতমাসেও সাইটটিকে রানিং দেখলাম, এখন Internal Server Error দেখাচ্ছে। আশা করি শীঘ্রই ঠিক হয়ে যাবে।)

www.downloadoldversion.com


কন্টেন্টের সংখ্যা কম হলেও যা আছে তা বেশ প্রয়োজনীয়। ভালো কিছু সফটওয়্যার এ সাইটটিতে আপনি পাবেন। সুত্র ইন্টারনেট

Friday, March 2, 2012

ঘরে বসে আয় করার কয়েকটি টিপস

 প্রথম আউটসোর্সিংয়ের কাজ পেতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে বিড বা নিলামে অংশ নিতে হবে।
 শুরুর দিকে যত কম মূল্যে বিড করা হবে, কাজ পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে।
 সম্ভব হলে বিড করার আগেই যদি কাজটি সম্পন্ন করে গ্রাহককে দেখানো যায় এবং কাজটি যদি সে পছন্দ করে, তবে প্রকল্প প্রাপ্তি অনেকটাই নিশ্চিত।
 কোনো কাজ না পারলে সেই প্রকল্পে কখনোই বিড করা উচিত নয়।
 ইন্টারনেটে নানা ধরনের কাজ পাওয়া যায়। আপনি যে কাজই করে থাকুন না কেন, সেটাতে দক্ষ হয়ে উঠলে তবেই কাজের জন্য আবেদন করবেন।
 সাধারণত যেসব কাজ তুলনামূলক একটু কঠিন এবং যেসব কাজে কম বিড পড়ে, সে রকম কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ফ্রিল্যান্সিং শুরু করার আগে সব ধরনের কাজ একটু পর্যবেক্ষণ করুন এবং নিজেকে তৈরি করে নিন।
 আউটসোর্সিংয়ের কাজ করতে ইংরেজিতে পারদর্শী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত প্রকল্পের চাহিদা বোঝা এবং সে অনুযায়ী গ্রাহকদের সঙ্গে সাবলীলভাবে যোগাযোগ করার ক্ষমতা থাকা দরকার।
 একটি প্রকল্প সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না নিয়ে কখনোই কাজ শুরু করা উচিত নয়। ক্লায়েন্ট তাদের চাহিদা বিড রিকোয়েস্টে সম্পূর্ণভাবে উল্লেখ নাও করতে পারে। তাই যতটুকু সম্ভব প্রশ্ন করুন। তারপর প্রকল্পের চাহিদা আপনার নিজের ভাষায় গ্রাহককে লিখেজানান। এতে তার চাহিদা সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন।
 সম্পূর্ণ কাজকে কয়েকটি ধাপে ভাগ করুন এবং প্রতিটি ধাপ শেষ হওয়ার পর পর গ্রাহককে দেখান।
 কাজের সময়সীমা (ডেডলাইন) শেষ হওয়ার আগেই কাজ সম্পন্ন করুন এবং গ্রাহকের কাছে পাঠিয়ে দিন।
 গ্রাহকের কাছে কাজ পাঠানোর আগে ভালো করে তার চাহিদার সঙ্গে কাজটা মিলিয়ে দেখুন।
 সব সময় চেষ্টা করবেন যাতে কাজ শেষে সর্বোচ্চ নম্বর (রেটিং) পাওয়া যায়। ভালো রেটিং পেলে পরের কাজগুলো খুব সহজেই পাওয়া যায়।
 ভালো রেটিং পাওয়ার উপায় হচ্ছে—সঠিকভাবে কাজটি শেষকরা, সময়মতো কাজটি শেষ করা ও গ্রাহকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা।
 রেটিং পাওয়ার আগে গ্রাহককে জিজ্ঞেস করে নিন, সে আপনার কাজে সম্পূর্ণ খুশি কি না এবং আপনাকে সর্বোচ্চ রেটিং দিতে যাচ্ছে কি না।
 কাজে এবং কথাবার্তায় সব সময় সৎ থাকতে হবে। কখনো ভুল তথ্য দেবেন না। কোনো কারণে কাজ করতে না পারলে বিষয়টি গ্রাহককে পরিষ্কারভাবে জানিয়ে দিন, বেশির ভাগ ক্ষেত্রে তাদের সহায়তা পাওয়া যায়।

আউটসোর্সিং কাজের কয়েকটি ওয়েবসাইট (মার্কেট প্লেস)
www.odesk.com
www.freelancer.com
www.elance.com
www.guru.com
www.vworker.com
www.scriptlance.com
www.getacoder.com

নানা খবরের কিছু দেশি সাইট ও ই-মেইল গ্রুপ:
http://freelancerstory.blogspot.com
http://groups.google.com/group/bdosn_outsourcing
www.techtunes.com.bd

ফ্রিল্যান্সারদের জন্য টিপস দিয়েছেন সফল ফ্রিল্যান্সার সিলেটের জাকারিয়া চৌধুরী prothom-alo

Tuesday, January 31, 2012

মাইক্রোসফট অফিস ১৫

সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে, তাদের প্রোডাক্টিভিটি স্যুট মাইক্রোসফট অফিসের পরবর্তী সংস্করণের প্রিভিউ দেখানো হচ্ছে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে। সূত্র জানিয়েছে, বড় ধরনের পরিবর্তন আসবে ‘অফিস ১৫’ নামের পরবর্তী অফিস স্যুটে। খবর ম্যাশএবল-এর।

মাইক্রোসফট ব্লগে প্রকাশিত এক পোস্টে জানা গেছে, নতুন এই সংস্করণ একইসঙ্গে ডেস্কটপ, মোবাইল এবং ক্লাউডে থাকা সার্ভারগুলোয় পৌঁছে দেয়া হবে। তবে তার আগে সফটওয়্যারগুলোর বিভিন্ন টেকনিক্যাল বিষয় পরীক্ষণের জন্য একদল নির্দিষ্ট ব্যবহারকারীকে সুযোগ দেয়া হয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, এই প্রথম মাইক্রোসফট কোম্পানির বাইরের কেউ তাদের সফটওয়্যার পরীক্ষার সুযোগ পাচ্ছে। তবে ওই পরীক্ষকেদের পরিচয় জানায়নি মাইক্রোসফট। মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীরা একটি ‘অপ্রকাশ চুক্তি’ বা নন-ডিসক্লোজার এগ্রিমেন্টের সাথে যুক্ত যার ফলে তারা কোনো তথ্য ফাঁস করতে পারবেন না।

কবে নাগাদ অফিস ১৫ বাজারে আসবে সে সম্পর্কে কোনো ধারণাই দেয়নি মাইক্রোসফট। তবে ম্যাশএবল ধারণা করছে, উইন্ডোজ ৮ বাজারে আসার আগে অফিস স্যুটের এই মেজর রিলিজ সাধারণের নাগালে পৌঁছবে না।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Saturday, January 14, 2012

প্রযুক্তি পণ্যের দাম বেড়েছে

প্রযুক্তি বাজারে অস্বাভাকিবভাবে দাম বেড়েছে প্রায় বেশির ভাগ পণ্যের। বাজার ঘুরে দেখা যায়,প্রযুক্তি প্রেমীদের ভিড় তেমন একটা লক্ষ্য করা যায়নি। গতকাল শনিবার পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হল।
প্রসেসর: ইন্টেল কোর আই-৩ (৩.১ গি.হা) ১১,২০০। ইন্টেল সেলেরন ১.৮ গি.হা ৩,৪৫০; ইন্টেল কোর আই-৫ ৩.১গি.হা. ১৮.২০০;ইন্টেল কোর আই-৭,২৬০০ ৩.৪গি.হা. ২৮,৫০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর-৩ ৩.০গি.হা. ৫,২০০ টাকা।ইন্টেল ওপেন কোরআই-৩ ৩.১০ গি.হা. ১০,৫০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট জিএ৪১এমটি-ডি৩ ৪,৫০০; জি৪১এমকমবো ৪,৩৫০; এইচ৬১এম ৫,৪৫০; জিএ-জেড৬৮ এমএ ১১,০০০ টাকা ইন্টেল ডিজি৪১ডব্লিওভি ৪,৮০০; ডিএইচপিজে ৬,৫০০ টাকা। ফক্সকনএইচ৫৫এমএক্সভি৫,০০০;জি-৪১এমএক্সই ৩,৫০০;এ৪১এমডি ৩,৮০০ টাকা।র‌্যাম:ডিডি আর-৩ এ্যাপাসার ২গি.বা ১,০০০;এডেটা ২গি.বা ১,০০০;ট্রানসেন্ড-১০৬৬ ২গি.বা ১,০০০ টাকা; ডিডি আর-৩ ট্রানসেন্ড ৪গি.বা. ১,৮৫০;এডেটা ৪গি.বা ১,৮০০;এ্যাপাসার ৪গি.বা ১,৮০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ:ট্রানসেন্ড ৩২০ গি.বা. ৫,৬০০; ৫০০ গি.বা. ৬,৮০০;ইউএসবি১টে.বা ১২,০০০ টাকা। ওয়েস্টান ডিজিটাল এইচডিডি ৫০০গি.বা. ৭,২০০ টাকা। হিটাচি ২৫০গি.বা ৩,৮০০;৫০০গি.বা ৬,৩০০;১ টেরাবাইট ৯,২০০ টাকা। এলসিডি মনিটর: স্যামসাং ১র্৭র্ ৮,৩০০; ১৮.র্৫র্ ৮,৭০০; ২র্০র্ ১১,২৫০; ২১.র্৫র্ ১৩,২০০; ২র্৪র্ ২৩,০০০ টাকা। ফিলিপস ১৮.র্৫র্ ৭,৯৫০; ২র্০র্ ১২,৩৫০টাকা। ডেল ১র্৭র্ ৮,৩০০ টাকা। এলজি ১৮.৫র্ র্ ৭,৮০০; ১৭র্ র্ ৭,৫০০; ২১.৫র্ র্ ১১,০০০ টাকা। আসুস ১র্৭র্ ৯,১০০; ২র্২র্ ১৭,০০০ টাকা। গ্রাফিকস কার্ড: গিগাবাইট এইচ ডি-৬৫৭০ ১গি.বা. ৫,৬৫০, গিগাবাইট৫৪৫০ ৫১২গি.বা. ২,৯০০ টাকা। আসুস ৫১২ গি.বা. ৩,০০০, এক্সএফএক্স এইচডি৫৪৫০ ১ গি.বা. ৩,৯০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: স্যামসাং ২২এক্স ১,৫০০ টাকা। আসুস ২৪এক্স ১,৮০০ টাকা। লাইটন ২৪এক্স ১,৬৫০ টাকা। কেসিং:ডিলাক্স ২,৮০০ থেকে ৫,৮০০;গিগাবাইট ১,৭৫০; মারকারি ১,৬০০ টাকা। মাউস: এ৪টেক ৩০০ থেকে ১,৫০০;লজিটেক ৩০০ থেকে ৩,২০০;বেলকিন ৬০০ থেকে ৩,০০০ টাকা। কি-বোর্ড: সাধারণ ৩৫০ থেকে ৫০০ টাকা। মাল্টিমিডিয়া ৫৫০ টাকা। স্পিকার: মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ৪,৫০০ টাকা। ক্রিয়েটিভ এসবিএস(২:১) ১,৭০০ থেকে ৫,০০০টাকা। এফএনডি(২:১) ১,৫০০ থেকে ৪,০০০ টাকা। পেনড্রাইভ: ট্রানসেন্ড ২গি.বা ৪৫০;৪গি.বা ৫০০;৮গি.বা ৭৫০;১৬গি.বা ১,৫৫০ টাকা। অ্যাপাসার ২ গি.বা. ৪৫০; ৪ গি.বা. ৫০০; ৮গি.বা ৮০০ টাকা।এডেটা ৪গি.বা ৭০০;১৬গি.বা ২,০০০ টাকা। জিপিআরএস মডেম: মোবিডেটা ইডিজিই ১০০ইইউ ২,০৫০; এইচএসডিপিএ ১০০এইচইউ ২,৯৫০ টাকা। টেকনো টিএম০০৮ ৩,৪০০ টাকা। টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল ২,৭৫০; এক্সটারনাল ডাব্লিউ৭ ৪,৪০০ টাকা। রিয়েলভিউ আরভি ২,২০০ টাকা।গেটমি-২১৮৮ই ২,১০০টাকা। প্রিন্টার: ক্যানন পিক্সমা আইপি-২৭৬ ৫,৬০০ টাকা; পিক্সমা আইপি-৩৬৮০ ৭,০০০। এইচপি ডি-১৪৬০ ২,৬৫০ টাকা। এইচপি লেজার পি-১১০২ ৭,৮০০ টাকা এইচপি জে-৩৩৮ ৯,৪০০টাকা। এপসন এম-১২০০ ৬,৭০০ টাকা। ব্রাদার এইচএল ৫৩৪০ডি ১৬,৭০০ টাকা। স্যামসাং এমএল ১৮৬৬ (লেজার) ৭,১০০। বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৩২০ গি.বা ৫,৮০০; ৫০০ গি.বা ৭,০০০; ৬৪০ গি.বা ৮,১০০, ১ টেরাবাইট ১২,১০০ টাকা।ওয়েস্টানডিজিটাল ৩২০গি.বা ৫,৫০০; ৫০০গি.বা ৮,০০০; ১টে.বা.১২,৫০০টাকা। ইউপিএস: ডিজিটেক ৬৫০ ভিএ ২,৮০০ টাকা; ৮০০ ভিএ ৩,১০০ টাকা ১২০০ ভিএ ৫,৭০০ টাকা, ৩কেভিএ ৩৬,০০০ টাকা, ১০ কেভিএ ১,০৫,০০০টাকা। —সংগ্রহ:আবদুল্লাহ আল রাশেদ
এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সংযোজন খরচ ও সার্ভিস চার্জ যুক্ত হবে।

মাদারবোর্ডের সফটওয়্যার হারিয়ে গেছে?

ভাইরাস বা অন্য কোনো সমস্যায় পড়ে কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনস্টলকরাটা নতুন কিছু নয়। অনেক সময় দেখা যায়, নতুন করে উইন্ডোজ ইনস্টল করা হয়েছে, কিন্তু এরপর অতি দরকারি মাদারবোর্ডের চালক সফটওয়্যারের (ড্রাইভার) সিডিটি পাওয়া যাচ্ছে না।অর্থাৎ উইন্ডোজ ইনস্টলকরার পরে গ্রাফিকস, সাউন্ডকার্ড, ইন্টারনেট ইত্যাদি ইনস্টল করা দরকার, কিন্তু মাদারবোর্ডের সিডিটি আর খুঁজে পাচ্ছেন না। এখন কী করবেন?
অনেক সময় দেখা যায়, কম্পিউটারের সঙ্গে ড্রাইভার সিডিটি পাননি, সে ক্ষেত্রেই বা কী করবেন? না, পাঠক, এমন সমস্যায় পড়লে ঘাবড়ানোর দরকার নেই। কারণ প্রায় সব মাদারবোর্ডের ড্রাইভার আপনি চাইলেই ডাউনলোড করে নিতে পারেন ইন্টারনেট থেকে। এ জন্য www.drivers.com ওয়েবসাইটে গেলেই হবে। এখান থেকে আপনি আপনার মাদারবোর্ডের মডেল নম্বর দিয়ে সহজেই প্রয়োজনীয় ড্রাইভার নামিয়ে নিতে পারবেন বিনা মূল্যে।  প্রথম আলো

Friday, January 6, 2012

বাড়িয়ে নিন র‍্যামের গতি

পুরনো দিনের কিছু র‍্যাম
উইন্ডোজ বাবহারের ফলে অনেক নিস্ক্রিয় প্রোগ্রাম র‍্যামে জমা হয়, যা পিসির গতি কমিয়ে দেয়। এ রকম হলে আমরা সাধারণত পিসি রিস্টার্ট করে র‍্যাম পরিস্কার ছাড়াই র‍্যামের অসার প্রোগ্রামগুলো সরিয়ে নিতে পারেন। এ জন্য ডেস্কটপে ফাকা জায়গায় মাউস রেখে ডান ক্লিক করে New--> shortcut এ যান। এখন যে ফাকা বক্সটি আসবে সেখানে নিচের কোডটি হুবহু লিখুনঃ  %windir%\system32\rundll32.exe advapi32.dll.ProcessldleTasks
এবার Next নির্বাচিত করে clear ram নামে নতুন একটি শর্টকার্ট আইকন এসেছে। লক্ষ্য করুন, ডেস্কটপে নতুন আইকন এসেছে। এই আইকনটিতে দুই ক্লিক দিলেই র‍্যামের অসাড় প্রোগ্রাম দূর হয়ে যাবে। prothom-alo

আসছে ৫০ ইঞ্চি অ্যাপল টিভি

সম্প্রতি খবর চাউর হয়েছে ৫০ ইঞ্চি বা ৫৫ ইঞ্চি মাপের টেলিভিশন তৈরি করছে টেক জায়ান্ট অ্যাপল। অ্যাপল-এর সূত্র উল্লেখ করে ইউএসএ টুডে অ্যাপল-এর নতুন টেলিভিশন বিষয়ে তথ্য দিয়েছে। খবর সিনেট-এর।

সম্প্রতি খবর রটেছিলো অ্যাপল ৩২ এবং ৩৭ ইঞ্চি মাপের টিভি তৈরি করছে। কিন্তু ইউএসএ টুডেতে প্রকাশিত প্রতিবেদন বলছে, অ্যাপল-এর তৈরি ‘আইটিভি’র মাপ আরো বড়ো হতে পারে। অ্যাপল ৪২ ইঞ্চি মাপের ওয়াই-ফাইযুক্ত এলসিডি টিভি আনতে পারে। এ ছাড়াও সদ্য নাইট উপাধি পাওয়া অ্যাপল-এর ডিজাইন গুরু জনি আইভ ৫০ ইঞ্চি মাপের একটি টিভি তৈরি করছেন বলেও খবর রটেছে।

অস্ট্রেলিয়ান প্রযুক্তি সাইট স্মার্টহাউজ অবশ্য এর আগে বলেছিলো ৩২ থেকে ৫৫ ইঞ্চি মাপের তিনটি টিভি তৈরি করছে অ্যাপল।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের ৯ জানুয়ারি থেকে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক্স-এর মেলা সিইএস উপলক্ষে বিশালকার টিভি এবং নতুন প্যানেল আনবে সনি, এলজির মতো প্রতিষ্ঠান। জানা গেছে, টেলিভিশন বাজারে অ্যাপল নিজেদের স্থান পাকা করতেই বড়ো আকারের টেলিভিশন তৈরি করছে।

নতুন এ টেলিভিশনে এক্সবক্স গেইমিং কনসোলের মতো জেশ্চার বা অঙ্গভঙ্গি বুঝতে পারার প্রযুক্তি ব্যবহৃত হবে বলেও বাজারে গুজব রয়েছে। এছাড়াও নতুন হার্ডওয়্যার এবং আইপ্যাড ও আইফোন ডিভাইসের মতো টিভিতেও অ্যাপস্টোর যোগ হবে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিশ্লেষক পিটার মিসেক জানিয়েছেন, নতুন প্রযুক্তির এমন টিভি তৈরির পরিকল্পনা করে গেছেন অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস নিজেই। তার বায়োগ্রাফিতেও এমন ইঙ্গিত দিয়ে গেছেন তিনি।’

অ্যাপল কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে মুখ বন্ধ করে রেখেছে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

আইবিএম-এর শতাধিক পেটেন্ট কিনলো গুগল

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম)-এর নামে থাকা শতাধিক পেটেন্ট কিনে নিয়েছে টেক জায়ান্ট গুগল। মোট ১৮৭টি পেটেন্ট এবং ৩৬টি পেটেন্ট অ্যাপ্লিকেশন কিনে নেওয়ায় ১ বছরের মধ্যে আইবিএম থেকে গুগলের কেনা পেটেন্ট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজারের কাছাকছি। খবর বিবিসি অনলাইন-এর।

এবারের কেনা পেটেন্টের মধ্যে রয়েছে ইমেইল ম্যানেজমেন্ট, অনলাইন ক্যালেন্ডার, বিভিন্ন ডিভাইসে ওয়েব অ্যাপ্লিকেশন ট্রান্সফার বিষয়ক প্রযুক্তি। সবচেয়ে উল্লেখযোগ্য পেটেন্টটি হচ্ছে ‘সিমানটিক সোশাল নেটওয়ার্ক।’

বিশ্লেষকরা ধারণা করছেন, কিনে নেয়া পেটেন্টের মধ্যে ‘সিমানটিক সোশাল নেটওয়ার্ক’ থাকায় গুগল প্লাস-এর সঙ্গে জুড়ে দেবার সম্ভাবনা তৈরি হয়েছে। এ ছাড়াও এটি গুগল সার্চে তথ্য খোঁজার কাজেও আসতে পারে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বছরজুড়েই থাকবে হার্ডডিস্ক ড্রাইভ সংকট

হার্ডডিস্ক ড্রাইভ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিগেট টেকনোলজি জানিয়েছে, ২০১২ সাল জুড়েই থাকবে হার্ডডিস্ক ড্রাইভের সংকট তাই হার্ডডিস্কের দামও থাকবে চড়া। এ বছর চাহিদার চেয়ে উৎপাদন হবে কম কারণ থাইল্যান্ডের বন্যা এ খাতকে বিপদে ফেলেছে। খবর সিনেট-এর।

০৪ জানুয়ারি বুধবার সিগেট তাদের ২০১২ সালের প্রথম তিন মাসের আর্থিক অবস্থার চিত্র তুলে ধরেছে। এখন পর্যন্ত কোম্পানিটি ৪ কোটি ৭০ লাখ হার্ডড্রাইভ বিক্রি করেছে যার মধ্যে ৭ লাখ স্যামসাং ডিস্কড্রাইভ রয়েছে। এ থেকে লাভ আসবে ৩.১ বিলিয়ন ডলার।

সিগেট তাদের চলতি বছরের বিশ্লেষণে বলছে, এ বছর হার্ডড্রাইভের মোট চাহিদা প্রতিবছর ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ বাড়ছে। তাই মোট চাহিদা বাড়ছেই। এখন প্রতিটি ড্রাইভের গড় ক্যাপাসিটি হচ্ছে ৬৫৩ গিগাবাইট। তাই উইনিটভিত্তিক চাহিদা বেড়েই চলেছে।

তবে, চলতি বছরের চাহিদা বাড়লেও দাম অনেকটাই স্থিতিশীল থাকবে এমনটাই আশা করছেন সিগেট এর কর্মকর্তারা। কারণ এক্সাবাইট বা মোট চাহিদার ক্ষেত্রে ঘাটতি থাকলেও ইউনিট পর্যায়ে সেটির প্রতিফলন হবে কম।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Saturday, December 31, 2011

ডুডলে গুগলের শুভ নববর্ষ


undefinedসার্চ জায়ান্ট গুগল তাদের হোমপেইজে হ্যাপি নিউ ইয়ার’ এর ডুডল বসিয়েছে। ২০১১ সাল শেষে নতুন বছরের শুভেচ্ছা জানাতেই নতুন এ ডুডল তৈরি করেছে গুগল কর্তৃপক্ষ।

বছরের শেষ ডুডলটিকে রঙিন ডুডলে রূপ দেয়া হয়েছে। গুগল লিখতে ব্যবহৃত ইংরেজি অক্ষরগুলো রঙিন সাজে সেজে নতুন বছরের উৎসবে যোগ দিতে যাচ্ছে। আর দ্বিতীয় জি অক্ষরটি ২০১২ সালের চশমা পরিহিত। আর লোগোটিতে ক্লিক করলে নতুন বছর বিষয়ক বিভিন্ন লিংকে নিয়ে যাচ্ছে।

গুগল কর্তৃপক্ষ সম্প্রতি তাদের ডুডল সাইটটিকে নতুন করে সাজিয়েছে। সেখান থেকে ডুডল আকৃতির বিভিন্ন আইটেম কিনতে পারবে ক্রেতারা। নতুন সাইটে ১ হাজারেরও বেশি ডুডল রাখা হয়েছে।

উল্লেখ্য, বিশেষ কোনো ঘটনা, বা ব্যক্তির অবদান স্মরণ করে ডুডল তৈরি করে গুগল। এখন পর্যন্ত এক হাজারেরও বেশি ডুডল তৈরি করেছে গুগল।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

Wednesday, December 28, 2011

উইন্ডোস অ্যাক্টিভেটর (এক্সপি,ভিস্তা এবং ৭)

undefined
undefined

যদি দুর্ঘটনাক্রমে মনিটর স্ক্রীণ অন্ধকার হয়ে Windows is not genuine দেখায় তাহলে নীচের ফাইলগুলো

উইন্ডোস এক্স পি এর জন্য

 WGAPluginInstall

উইন্ডোস ৭ এ

RemoveWAT.2.2.5.zip

ইন্সটল করে পিসি রিস্টার্ট দিন মামলা খাল্লাস!

সবথেকে ভালো হয় অরিজিনাল ওএস ব্যাবহার করা। সেটা টাকা দিয়েই কিনতে হবে এমন না।ইঞ্জিনিয়ারিং(প্রকৌশল) বা ম্যাথ এর ছাত্ররা Microsoft এর MSDNA অফারে ফ্রী এক্সপি,ভিস্তা অথবা ৭ লাইসেন্স কপি চালাতে পারবেন। এছাড়াও আর কিছু সফট ও ইউস করতে পারবেন।আর অফারে কোয়ালিফাই না করলে কোন বন্ধুর (কোয়ালিফাইড) কাছ থেকে সংরহ অন্য কারো কাছ থেকে কম দামে বা কিনতে পারেন। যেমন আমি NSU এর এক ছাত্রের কাছ থেকে ভিস্তা কিনে চালাচ্ছি।সবাইকে ধন্যবাদ এবং আজকের জন্য বিদায়।

অবশ্যই নেট কানেকশন এবং অ্যান্টি ভাইরাস অফ করে নিবেন এবং ভিস্তা ও ৭ এর ক্ষেত্রে সাধারণ ডাবল ক্লিকে কাজ না হলে Run as Admin দিতে হবে। 


source techtunes.com.bd

Monday, December 12, 2011

বিল গেটস-এর ফেরা নিয়ে তোলপাড় প্রযুক্তি বিশ্ব

বিল গেটস কি আবারো মাইক্রোসফটের দায়িত্ব নিয়ে ফিরে আসছেন? এ প্রশ্নটির বিশ্লেষণ করে প্রভাবশালী সাময়িকী ফরচুন ৮ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে। আর তার ফলেই বিল গেটসের  ফেরা না ফেরা নিয়ে প্রযুক্তিব্লগগুলো এখন তোলপাড়। ফরচুন সাময়িকীর ওই প্রতিবেদনে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস আবারও দায়িত্ব নিয়ে ফেরার কথা ভাবছেন বলে জানানো হয়েছে। খবর ফরচুন সাময়িকী এবং কম্পিউটার ওয়ার্ল্ড-এর।

২০০৮ সালে মাইক্রোসফটের সিইও এবং চিফ সফটওয়্যার আর্কিটেক্ট-এর দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিল গেটস। তবে তিনি নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মাইক্রোসফটে চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এমন বাস্তবতায় ফরচুন সাময়িকীর প্রতিবেদন বলছে, প্রতিদিনের কাজ তদারকির জন্য আবারো ফিরে আসার কথা ভাবছেন তিনি।

এদিকে, বিভিন্ন প্রযুক্তি ব্লগ বিল গেটসের ফেরার কোনো সম্ভাবনা নেই বলেই বিভিন্ন লেখা প্রকাশ করছে। ওই ব্লগ আর্টিকেলগুলোর প্রায় প্রতিটিতেই বিভিন্ন যুক্তি দিয়ে তার ফেরার সম্ভবনা নাকচ করে দেয়া হচ্ছে।

বিল গেটস বর্তমানে তার ‘গেটস ফাউন্ডেশন’-এর কাজে ব্যস্ত। এমনকি, চলতি বছরের জুন মাসে বৃটিশ দৈনিক মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মাইক্রোসফটে ফেরার সম্ভাবনা নাকচ করেছিলেন।

মাইক্রোসফটের জন্য বিল গেটস এখনও সময় দেন, তবে পুরো দায়িত্ব আবারও তিনি কাঁধে নেবেন এমন বিষয়ে প্রযুক্তিবিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন।

সম্প্রতি বিল গেটস চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পরমাণু চুল্লী তৈরির কাজে হাত দিচ্ছেন বলেও জানা গেছে। বিল গেটস ফিরছেন কি ফিরছেন না এ বিষয়টি তোলপাড় হলেও গেটস নিজে বা মাইক্রোসফট কর্তৃপক্ষ কেউই এখনো মুখ খোলেনি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম