সম্প্রতি গুগল জানিয়েছে, তাদের ওয়েব-বেসড ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন গুগল ডকস-এ যোগ করা হয়েছে গ্রামার ও স্পেল চেকিং সুবিধা। এতে করে কেবল ডিকশনারি থেকেই লিখিত শব্দের ভুল নির্ণয় করবে না গুগল। খবর ম্যাশএবল-এর।
গুগল জানিয়েছে, সাধারণ যেসব ভুল মানুষ করে থাকেন যেগুলো এতোদিন গুগল ডকস ধরতে পারতো না, এখন সেসব ভুলও গুগল ডকস ধরতে পারবে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কেবল নির্দিষ্ট কোনো অভিধান থেকেই আর শব্দ মেলানোর চেষ্টা করবে না। বরং ওয়েবজুড়ে ঘুরে বেড়ানো গুগল বটের সাহায্যে চলমান বা নতুন আসা শব্দগুলোও সহজে শিখে নেবে গুগল। ফলে নতুন কোনো শব্দ ইন্টারনেটে প্রচলিত হলে তাকে ভুল হিসেবে চিহ্নিত করবেনা গুগল ডকস।
ম্যাশএবল-এর মতে, নতুন এই সুবিধা গুগল ডকস-কে প্রধান প্রতিদ্ব›দ্বী মাইক্রোসফটের ওয়ার্ড-এর অনেকটা কাছাকাছি নিয়ে গেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
গুগল জানিয়েছে, সাধারণ যেসব ভুল মানুষ করে থাকেন যেগুলো এতোদিন গুগল ডকস ধরতে পারতো না, এখন সেসব ভুলও গুগল ডকস ধরতে পারবে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কেবল নির্দিষ্ট কোনো অভিধান থেকেই আর শব্দ মেলানোর চেষ্টা করবে না। বরং ওয়েবজুড়ে ঘুরে বেড়ানো গুগল বটের সাহায্যে চলমান বা নতুন আসা শব্দগুলোও সহজে শিখে নেবে গুগল। ফলে নতুন কোনো শব্দ ইন্টারনেটে প্রচলিত হলে তাকে ভুল হিসেবে চিহ্নিত করবেনা গুগল ডকস।
ম্যাশএবল-এর মতে, নতুন এই সুবিধা গুগল ডকস-কে প্রধান প্রতিদ্ব›দ্বী মাইক্রোসফটের ওয়ার্ড-এর অনেকটা কাছাকাছি নিয়ে গেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
1 comments:
অনেক সুন্দর……….! অনেক ভাল লাগল। আপনাকে অনেক ধন্যবাদ। সময় থাকলে আমার online department store সাইটে ঘুরে আস্তে পারেন।
Post a Comment