Friday, March 2, 2012

ঘরে বসে আয় করার কয়েকটি টিপস

 প্রথম আউটসোর্সিংয়ের কাজ পেতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে বিড বা নিলামে অংশ নিতে হবে।
 শুরুর দিকে যত কম মূল্যে বিড করা হবে, কাজ পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে।
 সম্ভব হলে বিড করার আগেই যদি কাজটি সম্পন্ন করে গ্রাহককে দেখানো যায় এবং কাজটি যদি সে পছন্দ করে, তবে প্রকল্প প্রাপ্তি অনেকটাই নিশ্চিত।
 কোনো কাজ না পারলে সেই প্রকল্পে কখনোই বিড করা উচিত নয়।
 ইন্টারনেটে নানা ধরনের কাজ পাওয়া যায়। আপনি যে কাজই করে থাকুন না কেন, সেটাতে দক্ষ হয়ে উঠলে তবেই কাজের জন্য আবেদন করবেন।
 সাধারণত যেসব কাজ তুলনামূলক একটু কঠিন এবং যেসব কাজে কম বিড পড়ে, সে রকম কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ফ্রিল্যান্সিং শুরু করার আগে সব ধরনের কাজ একটু পর্যবেক্ষণ করুন এবং নিজেকে তৈরি করে নিন।
 আউটসোর্সিংয়ের কাজ করতে ইংরেজিতে পারদর্শী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত প্রকল্পের চাহিদা বোঝা এবং সে অনুযায়ী গ্রাহকদের সঙ্গে সাবলীলভাবে যোগাযোগ করার ক্ষমতা থাকা দরকার।
 একটি প্রকল্প সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না নিয়ে কখনোই কাজ শুরু করা উচিত নয়। ক্লায়েন্ট তাদের চাহিদা বিড রিকোয়েস্টে সম্পূর্ণভাবে উল্লেখ নাও করতে পারে। তাই যতটুকু সম্ভব প্রশ্ন করুন। তারপর প্রকল্পের চাহিদা আপনার নিজের ভাষায় গ্রাহককে লিখেজানান। এতে তার চাহিদা সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন।
 সম্পূর্ণ কাজকে কয়েকটি ধাপে ভাগ করুন এবং প্রতিটি ধাপ শেষ হওয়ার পর পর গ্রাহককে দেখান।
 কাজের সময়সীমা (ডেডলাইন) শেষ হওয়ার আগেই কাজ সম্পন্ন করুন এবং গ্রাহকের কাছে পাঠিয়ে দিন।
 গ্রাহকের কাছে কাজ পাঠানোর আগে ভালো করে তার চাহিদার সঙ্গে কাজটা মিলিয়ে দেখুন।
 সব সময় চেষ্টা করবেন যাতে কাজ শেষে সর্বোচ্চ নম্বর (রেটিং) পাওয়া যায়। ভালো রেটিং পেলে পরের কাজগুলো খুব সহজেই পাওয়া যায়।
 ভালো রেটিং পাওয়ার উপায় হচ্ছে—সঠিকভাবে কাজটি শেষকরা, সময়মতো কাজটি শেষ করা ও গ্রাহকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা।
 রেটিং পাওয়ার আগে গ্রাহককে জিজ্ঞেস করে নিন, সে আপনার কাজে সম্পূর্ণ খুশি কি না এবং আপনাকে সর্বোচ্চ রেটিং দিতে যাচ্ছে কি না।
 কাজে এবং কথাবার্তায় সব সময় সৎ থাকতে হবে। কখনো ভুল তথ্য দেবেন না। কোনো কারণে কাজ করতে না পারলে বিষয়টি গ্রাহককে পরিষ্কারভাবে জানিয়ে দিন, বেশির ভাগ ক্ষেত্রে তাদের সহায়তা পাওয়া যায়।

আউটসোর্সিং কাজের কয়েকটি ওয়েবসাইট (মার্কেট প্লেস)
www.odesk.com
www.freelancer.com
www.elance.com
www.guru.com
www.vworker.com
www.scriptlance.com
www.getacoder.com

নানা খবরের কিছু দেশি সাইট ও ই-মেইল গ্রুপ:
http://freelancerstory.blogspot.com
http://groups.google.com/group/bdosn_outsourcing
www.techtunes.com.bd

ফ্রিল্যান্সারদের জন্য টিপস দিয়েছেন সফল ফ্রিল্যান্সার সিলেটের জাকারিয়া চৌধুরী prothom-alo

0 comments:

Post a Comment