Thursday, July 21, 2011

ফ্রি মাস্টারকার্ড নিন – সম্পূর্ণ ফ্রি

preview bank card ফ্রি মাস্টারকার্ড নিন – সম্পূর্ণ ফ্রি
ইন্সটাফরেক্স একটি ফরেক্স ব্রোকার এবং এরা এদের ট্রেডারদের ফ্রি মাস্টারকার্ড প্রদান করে।
আপনি কোন ডিপোজিট না করেই এদের কাছ থেকে একটি মাস্টারকার্ড পেতে পারেন যা দিয়ে আপনি অনলাইনে কেনাকাটা, ফরেক্স সহ সব কাজ করতে পারবেন।
কার্ডটি পেতে আপনাকে কোন টাকা দিতে হবে না, কিন্তু কার্ড পাওয়ার পর আপনার প্রথম মানি রিসিভ থেকে মাস্টারকার্ড কোম্পানি কার্ড Activation এর জন্য $১৬ ডলার কেটে রাখবে। এটা তাদের ফি।প্রথমে আপনাকে ইন্সটাফরেক্সের সাথে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।
Open an account


অ্যাকাউন্ট ওপেন করার পর ইন্সটাফরেক্স “Trader Cabinet” এ লগিন করুন।
তারপর বাম পাশের “Account Summary” সাইড বার থেকে “Debit Card” এ ক্লিক করুন।
20110720 etol 57kb ফ্রি মাস্টারকার্ড নিন – সম্পূর্ণ ফ্রি
তারপর ঐ পেইজের নিচ থেকে “Sign Up” এ ক্লিক করুন।
20110720 4orh 60kb ফ্রি মাস্টারকার্ড নিন – সম্পূর্ণ ফ্রি
পরবর্তী পেইজে আপনার ইন্সটাফরেক্স অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, I Accept এ টিক দিয়ে “Continue” তে ক্লিক করুন।
20110720 9qd0 74kb ফ্রি মাস্টারকার্ড নিন – সম্পূর্ণ ফ্রি
“Continue” তে ক্লিক করলে এরপর আপনাকে “Payoneer” এর এক্তি পেইজে নিয়ে যাওয়া হবে। সেই পেইজের নিচে “Get your prepaid MasterCard card Now!” তে ক্লিক করুন।
20110720 xm56 129kb ফ্রি মাস্টারকার্ড নিন – সম্পূর্ণ ফ্রি
পরবর্তী পেইজে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন। মনে রাখবেন, এখানে ভুল ঠিকানা দিলে কিন্তু মাস্টারকার্ড আপনার বাসায় আসবে না।
ফর্মটি ফিল-আপ করা হলে “Finish” এ ক্লিক করুন। আপনাকে একটি মেইল পাঠানো হবে। আর ২ দিনের মধ্যে আপনাকে মেইল পাঠিয়ে জানিয়ে দেয়া হবে যে আপনার কার্ড Approve হয়েছে কিনা। Approve হলে আপনি ২৫ দিনের মধ্যে মাস্টারকার্ডটি পেয়ে যাবেন। কার্ড পাওয়ার পর আপনার প্রথম মানি রিসিভ থেকে মাস্টারকার্ড কোম্পানি কার্ড Activation এর জন্য $১৬ ডলার কেটে রাখবে। এটা তাদের ফি। অনেকেই মাস্টারকার্ড দেবার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয়। প্রতারিত হবেন না। ফ্রি মাস্টারকার্ড সংগ্রহ করুন। এই কার্ডে আপনি ফ্রি-ল্যান্সিংয়ের টাকাও উইথড্র করতে পারবেন। মাস্টারকার্ডের ফি নিম্নরুপঃ
20110720 gx5q 112kb ফ্রি মাস্টারকার্ড নিন – সম্পূর্ণ ফ্রি

0 comments:

Post a Comment