Monday, March 12, 2012

পুরাতন সফটওয়্যারের বিভিন্ন লিংক


www.oldversion.com


পুরাতন সফটওয়্যার ডাউনলোদের ক্ষেত্রে আমার কাছে এই সাইটটি সবচেয়ে ভালো লেগেছে কারন এখানে সফটওয়্যারের পাশাপাশি আছে কিছু জনপ্রিয় পুরাতন গেমস।। Windows, Mac, Linux এর জনপ্রিয় ১৯৩৮ টি সফটওয়্যারের ৬৮৯০ টি ভার্সন আছে।। আপনার সংগ্রহে যদি কোন সফটওয়্যারের পুরনো ভার্সন থাকে তবে সাইটটিতে রেজিস্টার করে আপনি তা শেয়ারও করতে পারবেন।

www.oldapps.com


Content এর দিক থেকে এ সাইটটি বেশ ভালো। এখানেও আপনি Windows, Mac ও Linux এর জনপ্রিয় সফটওয়্যারগুলো পাবেন প্লাস আপনারগুলো শেয়ারও করতে পারবেন।

www.old-versions.org


এ সাইটটিতে শুধুমাত্র Windows এর সফটওয়্যারগুলো পাবেন। সফটওয়্যারের বেশ ভালো কালেকশন এখানে রয়েছে।

www.oldware.org


২৪৫৩ টি Archive সফটওয়্যারের এক বিশাল সংগ্রহশালা। সাইটটিতে সফটওয়্যারগুলো Alphabetically সাজানো। কিন্তু সবই Windows এর জন্য।

www.old-versions.net


দৈনন্দিন প্রয়োজনীয় বেশ কিছু সফটওয়্যার এখানে পাবেন। এখানেও Windows এর একক আধিপত্য। আর হ্যা, আপনার সংগ্রহে থাকা পুরাতন সফটওয়্যার শেয়ারের ব্যবস্থা এখানে আছে। (গতমাসেও সাইটটিকে রানিং দেখলাম, এখন Internal Server Error দেখাচ্ছে। আশা করি শীঘ্রই ঠিক হয়ে যাবে।)

www.downloadoldversion.com


কন্টেন্টের সংখ্যা কম হলেও যা আছে তা বেশ প্রয়োজনীয়। ভালো কিছু সফটওয়্যার এ সাইটটিতে আপনি পাবেন। সুত্র ইন্টারনেট

0 comments:

Post a Comment