Saturday, December 3, 2011

জনপ্রিয়তায় গুগল ক্রোম এখন দ্বিতীয়

গুগলের অনলাইন ডেটা অ্যানালাইসিস সাইট স্ট্যাটকাউন্টারের সাম্প্রতিক উপাত্ত অনুসারে জনপ্রিয়তায় মাজিলা ফায়ারফক্সকে ছাড়িয়ে গেছে গুগল ক্রোম। কিন্তু এখনও যথারীতি প্রথম স্থান ধরে রেখেছে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

তথ্যে দেখা গেছে, মাত্র তিন বছরের মধ্যেই গুগল ক্রোম বাজারে প্রায় ২৫.৭ শতাংশ দখল করেছে যা মজিলা’র চেয়ে .৫ শতাংশ বেশি। বর্তমানে ইন্টারনেট এক্সপ্লোরের দখলে আছে বাজারের ৪০.৬ শতাংশ।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগলের ব্রাউজার শিগগিরই মাইক্রোসফটের এক্সপ্লোরার ব্রাউজারকেও ছাড়িয়ে যাবে।

এদিকে, ‘উইন্ডোজ এক্সপ্লোরার ১০’ সংস্করণের প্রথম প্রিভিউ ছেড়েছে মাইক্রোসফট। মাইক্রোসফটের ভাষ্য, উইন্ডোজ এক্সপ্লোরার ১০ আবার ব্রাউজারের ক্ষেত্রে সুদিন ফিরিয়ে আনবে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment