Wednesday, December 28, 2011

উইন্ডোস অ্যাক্টিভেটর (এক্সপি,ভিস্তা এবং ৭)

undefined
undefined

যদি দুর্ঘটনাক্রমে মনিটর স্ক্রীণ অন্ধকার হয়ে Windows is not genuine দেখায় তাহলে নীচের ফাইলগুলো

উইন্ডোস এক্স পি এর জন্য

 WGAPluginInstall

উইন্ডোস ৭ এ

RemoveWAT.2.2.5.zip

ইন্সটল করে পিসি রিস্টার্ট দিন মামলা খাল্লাস!

সবথেকে ভালো হয় অরিজিনাল ওএস ব্যাবহার করা। সেটা টাকা দিয়েই কিনতে হবে এমন না।ইঞ্জিনিয়ারিং(প্রকৌশল) বা ম্যাথ এর ছাত্ররা Microsoft এর MSDNA অফারে ফ্রী এক্সপি,ভিস্তা অথবা ৭ লাইসেন্স কপি চালাতে পারবেন। এছাড়াও আর কিছু সফট ও ইউস করতে পারবেন।আর অফারে কোয়ালিফাই না করলে কোন বন্ধুর (কোয়ালিফাইড) কাছ থেকে সংরহ অন্য কারো কাছ থেকে কম দামে বা কিনতে পারেন। যেমন আমি NSU এর এক ছাত্রের কাছ থেকে ভিস্তা কিনে চালাচ্ছি।সবাইকে ধন্যবাদ এবং আজকের জন্য বিদায়।

অবশ্যই নেট কানেকশন এবং অ্যান্টি ভাইরাস অফ করে নিবেন এবং ভিস্তা ও ৭ এর ক্ষেত্রে সাধারণ ডাবল ক্লিকে কাজ না হলে Run as Admin দিতে হবে। 


source techtunes.com.bd

0 comments:

Post a Comment