Friday, January 6, 2012

বছরজুড়েই থাকবে হার্ডডিস্ক ড্রাইভ সংকট

হার্ডডিস্ক ড্রাইভ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিগেট টেকনোলজি জানিয়েছে, ২০১২ সাল জুড়েই থাকবে হার্ডডিস্ক ড্রাইভের সংকট তাই হার্ডডিস্কের দামও থাকবে চড়া। এ বছর চাহিদার চেয়ে উৎপাদন হবে কম কারণ থাইল্যান্ডের বন্যা এ খাতকে বিপদে ফেলেছে। খবর সিনেট-এর।

০৪ জানুয়ারি বুধবার সিগেট তাদের ২০১২ সালের প্রথম তিন মাসের আর্থিক অবস্থার চিত্র তুলে ধরেছে। এখন পর্যন্ত কোম্পানিটি ৪ কোটি ৭০ লাখ হার্ডড্রাইভ বিক্রি করেছে যার মধ্যে ৭ লাখ স্যামসাং ডিস্কড্রাইভ রয়েছে। এ থেকে লাভ আসবে ৩.১ বিলিয়ন ডলার।

সিগেট তাদের চলতি বছরের বিশ্লেষণে বলছে, এ বছর হার্ডড্রাইভের মোট চাহিদা প্রতিবছর ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ বাড়ছে। তাই মোট চাহিদা বাড়ছেই। এখন প্রতিটি ড্রাইভের গড় ক্যাপাসিটি হচ্ছে ৬৫৩ গিগাবাইট। তাই উইনিটভিত্তিক চাহিদা বেড়েই চলেছে।

তবে, চলতি বছরের চাহিদা বাড়লেও দাম অনেকটাই স্থিতিশীল থাকবে এমনটাই আশা করছেন সিগেট এর কর্মকর্তারা। কারণ এক্সাবাইট বা মোট চাহিদার ক্ষেত্রে ঘাটতি থাকলেও ইউনিট পর্যায়ে সেটির প্রতিফলন হবে কম।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment