সার্চ জায়ান্ট গুগল তাদের হোমপেইজে হ্যাপি নিউ ইয়ার’ এর ডুডল বসিয়েছে। ২০১১ সাল শেষে নতুন বছরের শুভেচ্ছা জানাতেই নতুন এ ডুডল তৈরি করেছে গুগল কর্তৃপক্ষ।
বছরের শেষ ডুডলটিকে রঙিন ডুডলে রূপ দেয়া হয়েছে। গুগল লিখতে ব্যবহৃত ইংরেজি অক্ষরগুলো রঙিন সাজে সেজে নতুন বছরের উৎসবে যোগ দিতে যাচ্ছে। আর দ্বিতীয় জি অক্ষরটি ২০১২ সালের চশমা পরিহিত। আর লোগোটিতে ক্লিক করলে নতুন বছর বিষয়ক বিভিন্ন লিংকে নিয়ে যাচ্ছে।
গুগল কর্তৃপক্ষ সম্প্রতি তাদের ডুডল সাইটটিকে নতুন করে সাজিয়েছে। সেখান থেকে ডুডল আকৃতির বিভিন্ন আইটেম কিনতে পারবে ক্রেতারা। নতুন সাইটে ১ হাজারেরও বেশি ডুডল রাখা হয়েছে।
উল্লেখ্য, বিশেষ কোনো ঘটনা, বা ব্যক্তির অবদান স্মরণ করে ডুডল তৈরি করে গুগল। এখন পর্যন্ত এক হাজারেরও বেশি ডুডল তৈরি করেছে গুগল।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
বছরের শেষ ডুডলটিকে রঙিন ডুডলে রূপ দেয়া হয়েছে। গুগল লিখতে ব্যবহৃত ইংরেজি অক্ষরগুলো রঙিন সাজে সেজে নতুন বছরের উৎসবে যোগ দিতে যাচ্ছে। আর দ্বিতীয় জি অক্ষরটি ২০১২ সালের চশমা পরিহিত। আর লোগোটিতে ক্লিক করলে নতুন বছর বিষয়ক বিভিন্ন লিংকে নিয়ে যাচ্ছে।
গুগল কর্তৃপক্ষ সম্প্রতি তাদের ডুডল সাইটটিকে নতুন করে সাজিয়েছে। সেখান থেকে ডুডল আকৃতির বিভিন্ন আইটেম কিনতে পারবে ক্রেতারা। নতুন সাইটে ১ হাজারেরও বেশি ডুডল রাখা হয়েছে।
উল্লেখ্য, বিশেষ কোনো ঘটনা, বা ব্যক্তির অবদান স্মরণ করে ডুডল তৈরি করে গুগল। এখন পর্যন্ত এক হাজারেরও বেশি ডুডল তৈরি করেছে গুগল।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment