জাপানের মোবাইল ফোন জায়ান্ট এনটিটি ডোকোমো সম্প্রতি এমন একটি স্মার্টফোন তৈরি করেছে যা দেখতে হুবহু চকলেট বারের মতো। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
স্মার্টফোন বাজারে নিজেদের জনপ্রিয়তা বাড়াতেই স্মার্ট এই চকলেট মোবাইল তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
ফোনটির ব্র্যান্ড নাম হচ্ছে কিউ-পট।
মাত্র ৬ সেন্টিমিটার আকারের কিউ-পট ফোন, এসএইচ০৪ডি মডেলের এ ফোনটিতে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ২.৩ অপারেটিং সিস্টেম।
অদ্ভুতুড়ে ফোন তৈরিতে জাপান বেশ এগিয়ে। উল্লেখ্য, ২০০৯ সালে জাপানের ওসাকা ইউনিভার্সিটির গবেষকরা ‘এলফয়েড’ নামের ফোন তৈরি করেছিলেন যা দেখতে ছিলো মানুষের মতো। ডিভাইসটি কণ্ঠস্বর নকল করতে পারে এবং ডিভাইসটিতে ব্যবহৃত আবরণে এমন উপাদান ব্যবহার করা হয়েছিলো যাতে কল গ্রহীতার স্পর্শ অনুভব করা যায়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
স্মার্টফোন বাজারে নিজেদের জনপ্রিয়তা বাড়াতেই স্মার্ট এই চকলেট মোবাইল তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
ফোনটির ব্র্যান্ড নাম হচ্ছে কিউ-পট।
মাত্র ৬ সেন্টিমিটার আকারের কিউ-পট ফোন, এসএইচ০৪ডি মডেলের এ ফোনটিতে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ২.৩ অপারেটিং সিস্টেম।
অদ্ভুতুড়ে ফোন তৈরিতে জাপান বেশ এগিয়ে। উল্লেখ্য, ২০০৯ সালে জাপানের ওসাকা ইউনিভার্সিটির গবেষকরা ‘এলফয়েড’ নামের ফোন তৈরি করেছিলেন যা দেখতে ছিলো মানুষের মতো। ডিভাইসটি কণ্ঠস্বর নকল করতে পারে এবং ডিভাইসটিতে ব্যবহৃত আবরণে এমন উপাদান ব্যবহার করা হয়েছিলো যাতে কল গ্রহীতার স্পর্শ অনুভব করা যায়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment