ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং হারকিউলিস নামে একটি মোবাইল হ্যান্ডসেট তৈরি করছে বলে আগেই গুজব ছড়িয়েছিলো। কিন্তু গুজবটি আর কোনো ডালপালা ছড়ায়নি এতোদিন। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত স্যামসাং মোবাইল-এর অনুষ্ঠান থেকে আবারও হারকিউলিসের তথ্য বেরিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্যামসাং কর্তৃপক্ষ হারকিউলিস নামের মোবাইল হ্যান্ডসেটটির তথ্য ফাঁস হয়ে গেছে স্যামসাং-এর অনুষ্ঠান থেকেই।
জানা গেছে, হারকিউলিস মোবাইল হ্যান্ডসেটটিতে আছে সাড়ে চার ইঞ্চি মাপের টাচস্ক্রিন এবং চারটি ক্যাপাসিটিভ বাটন। এটির ফিচারগুলোর সঙ্গে এস ২ নামে স্যামসাংয়ের স্মার্টফোনটির বেশ কিছু মিল রয়েছে।
ফাঁস হয়ে যাওয়া তথ্য ঘেঁটে দেখা গেছে, হারকিউলিসে থাকছে ১.২ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেম, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ৮ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা। দুটি ক্যামেরা থাকায় সামনেরটি ব্যবহার করে ভিডিও চ্যাটও করা যাবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, হারকিউলিস বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্যই জানায়নি স্যামসাং।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment