Monday, November 14, 2011

কোয়াড কোরের ট্যাবলেট আনছে আসুস

এনভিডিয়ার তৈরি টেগ্রা তিন গ্রাফিক্স চিপসেট এবার অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতেও চলে আসছে। কোয়াড কোর গ্রুপের এই মোবাইল চিপসেটটি আসুস এবার তাদের ডিভাইসে যোগ করবে বলেও জানিয়েছে। আসুসের ট্রিপল-ই প্যাড ট্রান্সফর্মারে যোগ হবে এ কোয়াড কোরের প্রসেসরটি। খবর সিনেট-এর।

এ বছরের ডিসেম্বরে এনভিডিয়ার টেগ্রা ৩ চিপসেটযুক্ত ট্রান্সফর্মার ট্যাবলেটটি বাজারে পাওয়া যাবে। ৩২ গিগাবাইট স্টোরেজ সুবিধার এ ট্যাবলেটটির দাম পড়বে ৪৯৯ ডলার। পাতলা এ ডিভাইসটির ওজন হবে ১.২৯ পাউন্ড। ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১২ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ ডিভাইসটি চলবে আইসক্রিম স্যান্ডউইচ সিস্টেমে।

এদিকে তাইওয়ানের জায়ান্ট এইচটিসি কোয়াড কোরের স্মার্টফোন আনছে বলেও সম্প্রতি খবর রটেছে। কোয়াড কোরের এ স্মার্টফোনটির নাম হতে পারে ‘এজ’। এ ছাড়াও বার্নস অ্যান্ড নুকের ‘নুক’ ট্যাবলেটেও কোয়াড কোরের এ প্রসেসরটি ব্যবহৃত হবে বলেই গুজব রটেছে।

কোয়াড কোর অর্থ হচ্ছে চার কোর বিশিষ্ট প্রসেসর। এনভিডিয়া টেগ্রা ৩ প্রসেসরের ক্ষমতা ১.৫ গিগাহার্টজ।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment