এনভিডিয়ার তৈরি টেগ্রা তিন গ্রাফিক্স চিপসেট এবার অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতেও চলে আসছে। কোয়াড কোর গ্রুপের এই মোবাইল চিপসেটটি আসুস এবার তাদের ডিভাইসে যোগ করবে বলেও জানিয়েছে। আসুসের ট্রিপল-ই প্যাড ট্রান্সফর্মারে যোগ হবে এ কোয়াড কোরের প্রসেসরটি। খবর সিনেট-এর।
এ বছরের ডিসেম্বরে এনভিডিয়ার টেগ্রা ৩ চিপসেটযুক্ত ট্রান্সফর্মার ট্যাবলেটটি বাজারে পাওয়া যাবে। ৩২ গিগাবাইট স্টোরেজ সুবিধার এ ট্যাবলেটটির দাম পড়বে ৪৯৯ ডলার। পাতলা এ ডিভাইসটির ওজন হবে ১.২৯ পাউন্ড। ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১২ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ ডিভাইসটি চলবে আইসক্রিম স্যান্ডউইচ সিস্টেমে।
এদিকে তাইওয়ানের জায়ান্ট এইচটিসি কোয়াড কোরের স্মার্টফোন আনছে বলেও সম্প্রতি খবর রটেছে। কোয়াড কোরের এ স্মার্টফোনটির নাম হতে পারে ‘এজ’। এ ছাড়াও বার্নস অ্যান্ড নুকের ‘নুক’ ট্যাবলেটেও কোয়াড কোরের এ প্রসেসরটি ব্যবহৃত হবে বলেই গুজব রটেছে।
কোয়াড কোর অর্থ হচ্ছে চার কোর বিশিষ্ট প্রসেসর। এনভিডিয়া টেগ্রা ৩ প্রসেসরের ক্ষমতা ১.৫ গিগাহার্টজ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
এ বছরের ডিসেম্বরে এনভিডিয়ার টেগ্রা ৩ চিপসেটযুক্ত ট্রান্সফর্মার ট্যাবলেটটি বাজারে পাওয়া যাবে। ৩২ গিগাবাইট স্টোরেজ সুবিধার এ ট্যাবলেটটির দাম পড়বে ৪৯৯ ডলার। পাতলা এ ডিভাইসটির ওজন হবে ১.২৯ পাউন্ড। ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১২ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ ডিভাইসটি চলবে আইসক্রিম স্যান্ডউইচ সিস্টেমে।
এদিকে তাইওয়ানের জায়ান্ট এইচটিসি কোয়াড কোরের স্মার্টফোন আনছে বলেও সম্প্রতি খবর রটেছে। কোয়াড কোরের এ স্মার্টফোনটির নাম হতে পারে ‘এজ’। এ ছাড়াও বার্নস অ্যান্ড নুকের ‘নুক’ ট্যাবলেটেও কোয়াড কোরের এ প্রসেসরটি ব্যবহৃত হবে বলেই গুজব রটেছে।
কোয়াড কোর অর্থ হচ্ছে চার কোর বিশিষ্ট প্রসেসর। এনভিডিয়া টেগ্রা ৩ প্রসেসরের ক্ষমতা ১.৫ গিগাহার্টজ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment