ওপেন সোর্সভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টুকে এবারে টিভি, ট্যাবলেট এবং মোবাইল ডিভাইসে আনার পরিকল্পনা করেছেন উবুন্টু প্রতিষ্ঠাতা মার্ক সাটলওর্থ। খবর সিএনএন-এর।
উবুন্টু কর্তৃপক্ষ জানিয়েছে, লিনাক্সের ওপেন সোর্সভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টুকে টিভি, ট্যাবলেট এবং স্মার্টফোনে আনতে বিভিন্ন হার্ডওয়ার নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছেন মার্ক সাটলওর্থ। আগামী বছরেই এর ফল পাওয়া যেতে পারে।
অবশ্য কোন প্রতিষ্ঠান বা কবে নাগাদ উবুন্টু নির্ভর ডিভাইস আসবে তা এখনো নিশ্চিত নয়, তবে সাটলওর্থ তার ব্লগে লিখেছেন, ২০১৪ সালের এপ্রিল মাসের মধ্যে উবুন্টু সবধরনের ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে দেখা যাবে।’
৭ নভেম্বর অনুষ্ঠিতব্য উবুন্টু ডেভেলপার সামিটে মার্ক সাটলওর্থ তার কিনোটে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
উবুন্টু কর্তৃপক্ষ জানিয়েছে, লিনাক্সের ওপেন সোর্সভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টুকে টিভি, ট্যাবলেট এবং স্মার্টফোনে আনতে বিভিন্ন হার্ডওয়ার নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছেন মার্ক সাটলওর্থ। আগামী বছরেই এর ফল পাওয়া যেতে পারে।
অবশ্য কোন প্রতিষ্ঠান বা কবে নাগাদ উবুন্টু নির্ভর ডিভাইস আসবে তা এখনো নিশ্চিত নয়, তবে সাটলওর্থ তার ব্লগে লিখেছেন, ২০১৪ সালের এপ্রিল মাসের মধ্যে উবুন্টু সবধরনের ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে দেখা যাবে।’
৭ নভেম্বর অনুষ্ঠিতব্য উবুন্টু ডেভেলপার সামিটে মার্ক সাটলওর্থ তার কিনোটে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment