মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে নিয়ে তৈরি হয়েছে মঞ্চনাটক ‘উইন্ডোজ।’ লস অ্যাঞ্জেলেসের অডিসি থিয়েটার এনসাম্বল এক সপ্তাহ ধরে ‘উইন্ডোজ’ নাটকটি মঞ্চায়ন করছে। খবর লস অ্যাঞ্জেলেস টাইমস-এর।
‘উইন্ডোজ’ একটি একক এবং জীবনীভিত্তিক নাটক। এ নাটকে বিল গেটসের চরিত্রে অভিনয় করবেন জার্মান অভিনেতা ‘ক্যাসিনো রয়াল’খ্যাত ক্লিমেন্স শিক। বন্ড সিরিজের মুভি ‘ক্যাসিনো রয়াল’ এ খল চরিত্রে অভিনয় করেছিলেন শিক।
‘উইন্ডোজ’ নাটকটি লিখেছেন ম্যাথিয়াস গ্রেফার্থ এবং নির্দেশনা দিয়েছেন ইলিয়াস পেরিগ।
নাটকটিতে একজন প্রযুক্তিবিদ বা কম্পিউটার উদ্ভাবক থেকে কিভাবে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে বিল গেটস প্রতিষ্ঠা পেয়েছেন সে বিষয়টিই ফুটিয়ে তোলা হয়েছে। নাটকে তাকে একদিকে ইন্টারনেটের নেপোলিয়ন এবং অপরদিকে লাগামহীন একচেটিয়া এক ব্যবসায়ী চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে।
এদিকে, স্টিভ জবসকে নিয়েও সম্প্রতি একটি মঞ্চনাটক লিখেছেন এবং নাম ভূমিকায় করেছেন মাইক ডেইজি। নাটকটির নাম ‘দ্য অ্যাগোনি অ্যান্ড দ্য এক্সট্যাসি অফ স্টিভ জবস’।
২৬ অক্টোবর বুধবার থেকে ৩০ অক্টোবর রবিবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের অডিসি থিয়েটার ‘উইন্ডোজ’ নাটকটির মঞ্চায়ন চলবে। নাটকটি ইংরেজি এবং জার্মান ভাষায় অভিনীত হচ্ছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
‘উইন্ডোজ’ একটি একক এবং জীবনীভিত্তিক নাটক। এ নাটকে বিল গেটসের চরিত্রে অভিনয় করবেন জার্মান অভিনেতা ‘ক্যাসিনো রয়াল’খ্যাত ক্লিমেন্স শিক। বন্ড সিরিজের মুভি ‘ক্যাসিনো রয়াল’ এ খল চরিত্রে অভিনয় করেছিলেন শিক।
‘উইন্ডোজ’ নাটকটি লিখেছেন ম্যাথিয়াস গ্রেফার্থ এবং নির্দেশনা দিয়েছেন ইলিয়াস পেরিগ।
নাটকটিতে একজন প্রযুক্তিবিদ বা কম্পিউটার উদ্ভাবক থেকে কিভাবে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে বিল গেটস প্রতিষ্ঠা পেয়েছেন সে বিষয়টিই ফুটিয়ে তোলা হয়েছে। নাটকে তাকে একদিকে ইন্টারনেটের নেপোলিয়ন এবং অপরদিকে লাগামহীন একচেটিয়া এক ব্যবসায়ী চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে।
এদিকে, স্টিভ জবসকে নিয়েও সম্প্রতি একটি মঞ্চনাটক লিখেছেন এবং নাম ভূমিকায় করেছেন মাইক ডেইজি। নাটকটির নাম ‘দ্য অ্যাগোনি অ্যান্ড দ্য এক্সট্যাসি অফ স্টিভ জবস’।
২৬ অক্টোবর বুধবার থেকে ৩০ অক্টোবর রবিবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের অডিসি থিয়েটার ‘উইন্ডোজ’ নাটকটির মঞ্চায়ন চলবে। নাটকটি ইংরেজি এবং জার্মান ভাষায় অভিনীত হচ্ছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment