Wednesday, October 12, 2011

তৈরি হচ্ছে সৌরশক্তিচালিত 'আইস্লেট'

ভারতীয় উপমহাদেশে বিদ্যুৎ সমস্যার কথা ভেবে রাইস ইউনিভার্সিটির গবেষকরা একটি স্লেট বা ট্যাবলেট কম্পিউটার তৈরির পরিকল্পনা করেছেন যা সৌরশক্তিতেই চলবে। খবর হাফিংটন পোস্ট-এর।

যুক্তরাষ্ট্র এবং সিংগাপুরের গবেষকরা মিলে ‘আইস্লেট’ তৈরির পরিকল্পনা করেছেন যাতে গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞানের মতো বিষয়গুলোর পাঠ্য আগে থেকেই সেট করা থাকবে।

জানা গেছে, আইস্লেট তৈরির কাজে প্রাথমিকভাবে সাফল্যও পেয়েছেন গবেষকরা। সুইজারল্যান্ড, সিংগাপুর এবং যুক্তরাষ্ট্রের ডেভেলপাররা কম শক্তিতে চলে এমন চিপ তৈরি করে ফেলেছেন যা আইস্লেটে ব্যবহৃত হবে। নতুন চিপযুক্ত এ ডিভাইস ২০১২ সাল নাগাদ বাণিজ্যিকভাবে তৈরি করা শুরু হতে পারে।

গবেষকরা জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বাড়াতে আইস্লেট কাজে আসবে। এ ডিভাইসটিতে গাণিতিক সমস্যা লিখে সেটি সমাধানের নির্দেশনা পাবে শিক্ষার্থী। যদি শিক্ষার্থী ভূল করে তবে গাণিতিক সমস্যা সমাধানে ভুল শোধরানোর টিপস জানিয়ে দেবে আইস্লেট।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment