Wednesday, October 12, 2011

টুইট বাঁচালো টুইটার

‘টুইট’ কথাটি টুইটারের সঙ্গে পরিচিত হলেও এতোদিন এ শব্দটি টুইটারের নিজস্ব শব্দ ছিলো না। টুইটার কর্তৃপক্ষ ‘টুইট’ শব্দটির পেটেন্ট করাতে গিয়ে টের পায় শব্দটি আগেই পেটেন্ট করিয়ে রেখেছে টুইটঅ্যাড নামের একটি প্রতিষ্ঠান। শেষতক ‘টুইট’ বাঁচাতে টুইটঅ্যাডের সঙ্গে সমঝোতা করেছে টুইটার কর্তৃপক্ষ। খবর ওয়াল স্ট্রিট জার্নাল-এর।

‘টুইট’ শব্দটি নিজেদের দাবি করে টুইটঅ্যাডের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিলো টুইটার কর্তৃপক্ষ। কিন্তু মামলার নিষ্পত্তির আগেই দুটি প্রতিষ্ঠান সমঝোতা করে নিয়েছে। সমঝোতায় টুইটারকে ‘টুইট’শব্দটির ট্রেডমার্ক দিয়ে দিয়েছে টুইটঅ্যাড কর্তৃপক্ষ। এর বিনিময়ে টুইটঅ্যাড কর্তৃপক্ষ টুইটার কর্তৃপক্ষের কাছ থেকে টুইটারে অনলাইন অ্যাড পেমেন্ট সার্ভিসটি চালু রাখার প্রতিশ্রæতি পেয়েছে।

জানা গেছে, এখন ‘টুইট’ শব্দটির মালিকানা বা ট্রেডমার্ক শুধুই টুইটারের। সমঝোতা করেই ‘টুইট’ বাঁচালো টুইটার।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment