জার্মানভিত্তিক হ্যাকার দল এফ-সিকিওর অভিযোগ করেছে, অনলাইনে জার্মান জনগণ কি করে সে বিষয়ে তথ্য সংগ্রহ করে রাখা হয়। ট্রোজান ভাইরাস ব্যবহার করে জার্মান নাগরিকদের ইন্টারনেট ব্রাউজিং, মেইল এবং চ্যাটিংসহ অনেক বিষয়ে নজরদারী করা হচ্ছে।
এফ-সিকিওরের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এমন একটি ট্রোজানের সন্ধান পেয়েছেন যা অনলাইন কার্যক্রমের তথ্য সহ অডিও রেকর্ডের তথ্য রাখতে পারে। হ্যাকার দলটি জানিয়েছে, এই ভাইরাস কিবোর্ডে কিটাইপ করা হয়েছে তার স্ক্রিনশট নিতে পারে এবং অডিও রেকর্ড করতে পারে।
কেওস কম্পিউটার ক্লাব নামের হ্যাকার গ্রুপটির অভিযোগ ট্রোজানটি তথ্য সংগ্রহের পাশাপাশি দুর থেকে কম্পিউটার নিয়ন্ত্রণও করতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলেই জানা গেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
এফ-সিকিওরের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এমন একটি ট্রোজানের সন্ধান পেয়েছেন যা অনলাইন কার্যক্রমের তথ্য সহ অডিও রেকর্ডের তথ্য রাখতে পারে। হ্যাকার দলটি জানিয়েছে, এই ভাইরাস কিবোর্ডে কিটাইপ করা হয়েছে তার স্ক্রিনশট নিতে পারে এবং অডিও রেকর্ড করতে পারে।
কেওস কম্পিউটার ক্লাব নামের হ্যাকার গ্রুপটির অভিযোগ ট্রোজানটি তথ্য সংগ্রহের পাশাপাশি দুর থেকে কম্পিউটার নিয়ন্ত্রণও করতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলেই জানা গেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment