যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তিব্লগ টি৩ প্রতিবছর ‘ফোন অফ দ্য ইয়ার’ বা বছরের সেরা ফোন নির্বাচন করে। এবারে ছিলো পঞ্চম আয়োজন। এবারের অনুষ্ঠানে টেক জায়ান্ট অ্যাপলের আইফোন ৪ কে পেছনে ফেলে ‘ফোন অফ দ্য ইয়ার’ জিতেছে স্যামসাংয়ের তৈরি ‘গ্যালাক্সি এস ২’। খবর হাফিংটন পোস্ট-এর।
টি ৩’কর্তৃপক্ষ বলেছে, তিনবছরের মধ্যে এবারই স্যামসাং মোবাইল ফোনের ক্ষেত্রে পুরস্কার পেলো। এর আগের বছরগুলো ছিলো এইচটিসি এবং অ্যাপলের।
গ্যালাক্সি এস ২ স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল কোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর, ৪.৩ ইঞ্চি ডিসপ্লে, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) এবং ফোরজি প্রযুক্তি। এ ছাড়াও সর্বাধুনিক ক্যামেরাও ফিচারের দিক থেকে গ্যালাক্সি এস ২ কে এগিয়ে রেখেছে বলেই টি ৩ কর্তৃপক্ষ জানিয়েছে।
২০০৯ এবং ২০১০ সালে ‘ফোন অফ দ্য ইয়ার’ জিতেছিলো এইচটিসি। ২০০৮ সালে ‘গ্যাজেট অফ দ্য ইয়ার’ জিতেছিলো অ্যাপলের আইপড টাচ এবং কমিউটার অ্যাওয়ার্ড পেয়েছিলো আইফোন।
উল্লেখ্য, সদ্য বাজারে আসা অ্যাপলের আইফোন ৪ এস এ প্রতিযোগিতার আওতায় ছিলো না। এটি আগামী বছরের ‘ফোন অফ দ্য ইয়ার’ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
টি ৩’কর্তৃপক্ষ বলেছে, তিনবছরের মধ্যে এবারই স্যামসাং মোবাইল ফোনের ক্ষেত্রে পুরস্কার পেলো। এর আগের বছরগুলো ছিলো এইচটিসি এবং অ্যাপলের।
গ্যালাক্সি এস ২ স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল কোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর, ৪.৩ ইঞ্চি ডিসপ্লে, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) এবং ফোরজি প্রযুক্তি। এ ছাড়াও সর্বাধুনিক ক্যামেরাও ফিচারের দিক থেকে গ্যালাক্সি এস ২ কে এগিয়ে রেখেছে বলেই টি ৩ কর্তৃপক্ষ জানিয়েছে।
২০০৯ এবং ২০১০ সালে ‘ফোন অফ দ্য ইয়ার’ জিতেছিলো এইচটিসি। ২০০৮ সালে ‘গ্যাজেট অফ দ্য ইয়ার’ জিতেছিলো অ্যাপলের আইপড টাচ এবং কমিউটার অ্যাওয়ার্ড পেয়েছিলো আইফোন।
উল্লেখ্য, সদ্য বাজারে আসা অ্যাপলের আইফোন ৪ এস এ প্রতিযোগিতার আওতায় ছিলো না। এটি আগামী বছরের ‘ফোন অফ দ্য ইয়ার’ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment