কে কমান্ড দিচ্ছে, শত্রু, মিত্র নাকি মালিক সে বিষয়টি তা শনাক্ত করতে পারে না সিরি সফটওয়্যার। ফলে ডিভাইস বন্ধ থাকলেও সিরি অচেনা সঙ্গীর কমান্ড নিয়েও কাজ চালিয়ে যায়। তাই আইফোন ৪ এস-এর সঙ্গে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যার সিরি’ নিরাপত্তা ত্রুটি বিষয়ে সমালোচনার মুখে পড়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
বিশেষজ্ঞরা বলছেন, সিরিতে থাকা ডিফল্ট সিকিউরিটি সেটিংস ব্যবহার করে সহজেই সিরিকে কমান্ড করা যায়।
কম্পিউটার এবং সফটওয়্যার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস-এর গবেষকরা জানিয়েছেন, আইফোন ৪ এস যদি পাসকোড দিয়ে লক করে রাখা হয় তারপরও অননুমোদিত কোনো ব্যবহারকারী বাটন চেপে সিরি’কে কমান্ড দিতে পারে, যার মধ্যে রয়েছে কাউকে মেইল পাঠানো বা ক্যালেণ্ডার টেম্পারিং করার মতো কাজও।
সফোস কর্তৃপক্ষ সিরি’র নিরপত্তা হিসেবে ডিভাইস লকের পাশাপাশি সিরিকেও বন্ধ করতে পরামর্শ দিয়েছেন।
সিরি’র ব্যাখায় অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, সিরি হচ্ছে কণ্ঠস্বর শনাক্তকারী ‘ব্যক্তিগত সহকারী; যা আইফোন ৪-এস-এর একটি সফটওয়্যার। কণ্ঠের মাধ্যমে ডিভাইসটি নিয়ন্ত্রণের এই ক্ষমতা এনে দেয় সিরি নামের সফটওয়্যারটি।
সিরি কথাও বলতে পারে এবং বুঝতে পারে প্রশ্নও। আইফোন ৪ এসকে কোনো প্রশ্ন করা হলে সেটির উত্তর ডিসপ্লের পাশাপাশি কণ্ঠস্বরে জানিয়েও দিতে পারে সিরি। সিরিকে তাই বলা হচ্ছে ‘ভার্চুয়াল সঙ্গী।’ এটি কাজ করে অনলাইন সার্চ পদ্ধতিতে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
বিশেষজ্ঞরা বলছেন, সিরিতে থাকা ডিফল্ট সিকিউরিটি সেটিংস ব্যবহার করে সহজেই সিরিকে কমান্ড করা যায়।
কম্পিউটার এবং সফটওয়্যার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস-এর গবেষকরা জানিয়েছেন, আইফোন ৪ এস যদি পাসকোড দিয়ে লক করে রাখা হয় তারপরও অননুমোদিত কোনো ব্যবহারকারী বাটন চেপে সিরি’কে কমান্ড দিতে পারে, যার মধ্যে রয়েছে কাউকে মেইল পাঠানো বা ক্যালেণ্ডার টেম্পারিং করার মতো কাজও।
সফোস কর্তৃপক্ষ সিরি’র নিরপত্তা হিসেবে ডিভাইস লকের পাশাপাশি সিরিকেও বন্ধ করতে পরামর্শ দিয়েছেন।
সিরি’র ব্যাখায় অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, সিরি হচ্ছে কণ্ঠস্বর শনাক্তকারী ‘ব্যক্তিগত সহকারী; যা আইফোন ৪-এস-এর একটি সফটওয়্যার। কণ্ঠের মাধ্যমে ডিভাইসটি নিয়ন্ত্রণের এই ক্ষমতা এনে দেয় সিরি নামের সফটওয়্যারটি।
সিরি কথাও বলতে পারে এবং বুঝতে পারে প্রশ্নও। আইফোন ৪ এসকে কোনো প্রশ্ন করা হলে সেটির উত্তর ডিসপ্লের পাশাপাশি কণ্ঠস্বরে জানিয়েও দিতে পারে সিরি। সিরিকে তাই বলা হচ্ছে ‘ভার্চুয়াল সঙ্গী।’ এটি কাজ করে অনলাইন সার্চ পদ্ধতিতে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment