
জিমেইল এর নতুন চেহারার এই তথ্য একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে ফাঁস হয়েছে। অবশ্য ভিডিওটি প্রকাশ পাওয়ার পরপরই ইউটিউব থেকে সরিয়ে এটিকে প্রাইভেট অপশনে নিয়ে যাওয়া হয়েছে। তবে ফাঁস হওয়া ভিডিটিতে দেখা গেছে, জিইমেইলে আপডেটেড সার্চ বক্স, পরিছন্ন ডিজাইন ছাড়াও নতুন অনেক অপশন যোগ হচ্ছে।
জি-মেইলে চ্যাটের জন্য নতুন ইন্টারফেস এবং হাই রেজুলিউশনের থিম যোগ হচ্ছে বলেও জানা গেছে। আরো সহজ, পরিছন্ন এবং যোগাযোগবান্ধব করতে এবং যেকোনো উইন্ডোতে মানিয়ে নিতে অপশন থাকবে।
উল্লেখ্য, চলতি বছরেই জি-মেইলে একাধিক ফিচার যোগ করেছিলো গুগল। তবে, গুগল কর্তৃপক্ষ তাদের ব্লগে লিখেছে, জি-মেইলে শক্তিশালী করার পাশাপাশি একে আরো সুন্দর করার কাজ চলছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment