Friday, October 21, 2011

মস্তিষ্ক ধোলাই করছে ফেসবুক

মস্তিষ্ক ধোলাই করছে ফেসবুক। আর এ প্রক্রিয়ার মাধ্যমে নিরবেই পাল্টে দিচ্ছে ব্যবহারকারীদের জীবনাচার। ভার্চুয়াল দুনিয়ার মানব আসক্তি নিয়ে সাম্প্রতিক একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার খবরটি প্রকাশ করেছে বিবিসি অনলাইন।
গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন ওয়েলকাম ট্রাস্ট’র স্নায়ু বিজ্ঞান ও মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ড. জন উইলিয়ামস। প্রতিবেদনটি প্রসিডিং অব দ্য রয়ল সোসাইটি বি বায়োলজিক্যাল সাইন্স জার্নালে প্রকাশিত হয়েছে।
ফেসবুক ব্যবহারকারীদের মস্তিষ্ক স্ক্যান করে এ তথ্য নিশ্চিত হয়েছেন এক দল গবেষেক। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থীর থ্রি ডি ব্রেইন স্ক্যানের মাধ্যমে তারা এ তথ্য আবিষ্কার করেন।
তারা দেখেছেন, ফেসবুক ব্যবহারের মাধ্যমে ফেসবুক বন্ধুদের চিন্তা-চেতনার একটি অংশ উভয়ের মস্তিষ্কেই নিবিড়ভাবে রেখাপাত করে। আর জমে থাকা স্মৃতিগুলো তাকে তাড়িত করে।
এসম্পর্কে গবেষণা দলের প্রধান ওয়েলকাম ট্রাস্ট’র স্নায়ু বিজ্ঞান ও মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ড. জন উইলিয়ামস বলেন, “আমরা চাইলেও ইন্টারনেটের অন্তর্জাল থেকে বেরিয়ে আসতে পারি না। কেননা আমাদের মস্তিষ্ক ও মননের ওপর এর প্রভাব প্রবল। এটা এতোটাই শক্তিধর যে তা চাইলেই আমাদের মস্তিষ্ককে টুইস্ট করতে পারে। তবে এখন আমরা এর খুব কমটাই আঁচ করতে পারছি। কিন্তু এক সময় এটা এমনভাবে আমাদের মস্তিষ্ককে আড়ষ্ট করে ফেলবে যে সে আমাদের পুরো সময়টাকেই পাল্টে দেবে। আর সামাজিক নেটউয়ার্ক ফেসবুক যেন লোক চক্ষুর অন্তরালে সে কাজটাই করছে।
বার্তা২৪ ডটনেট/

0 comments:

Post a Comment