বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীকে খুদে ব্লগ লেখা (মাইক্রোব্লগিং) এবং সামাজিক যোগাযোগে (সোশ্যাল নেটওয়ার্কিং) দক্ষতার পরীক্ষা দিতে হবে। ১৪০ বা এর চেয়ে কম অক্ষরের উত্তরেই তাঁদের নির্বাচিত করা হবে। কিনজি ডেকেনজা নামের এক আবেদনকারী বলেন, ‘এ পরীক্ষা পদ্ধতিটি সহজ মনে হলেও, মোটেও তা নয়। আমি টুইটার পেইজে লিখতে গিয়েছিলাম। কিন্তু আমার বার্তা সব সময়ই ছিল ১০০ শব্দের নিচে কিংবা ২০০ শব্দের উপরে।’ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আবেদনকারী ইচ্ছে করলে টুইটের উত্তরের সঙ্গে নিজের ওয়েবসাইটের ঠিকানা, ব্লগ বা ভিডিও জুড়ে দিতে পারবেন, যা প্রশ্নের উত্তর প্রদানে সাহায্য করবে।
উল্লেখ্য, আগে আইওয়া বিশ্ববিদ্যালয়ে এমবিএ ভর্তির জন্য ৮০০ শব্দের একটি রচনা লিখতে হতো। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রচনা লেখার বিষয়টি পরীক্ষা করলে দেখা যায়, সব রচনা ঘুরেফিরে একই রকম হয়ে যায় এবং সেখানে সৃজনশীল বলে কিছুই থাকে না। আর তাই নতুন উদ্ভাবনী এ পদ্ধতিটি তারা চালু করেছে এবং এতে আশাব্যঞ্জক ফল পাবে বলেও তারা মনে করছে।
—টেলিগ্রাফ অনলাইন অবলম্বনে প্রদীপ সাহা প্রথম আলো
0 comments:
Post a Comment