Thursday, October 27, 2011

নতুন সার্ভার ফার্ম বানাচ্ছে ফেসবুক

সম্প্রতি ফেসবুকের নতুন প্রকল্পের তথ্য ফাঁস হয়ে গেছে। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, নতুন কোনো সাইট নয় বরং বিশাল এক সার্ভার ফার্ম তৈরির পরিকল্পনা করেছে ফেসবুক। সুইডেনের আর্কটিক সার্কেলের কাছে তৈরি হবে ফেসবুকের এ সার্ভার ফার্ম। খবর হাফিংটন পোস্ট-এর।

আর্কটিক সার্কেলের শীতল আবহাওয়া ফেসবুকের সার্ভারের যন্ত্রাংশ শীতল রাখতে সক্ষম হবে বলেই এ এলাকাটি পছন্দ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এ সার্ভার স্টোরে ফেসবুকের ডেটা সেন্টার থাকবে বলেই জানা গেছে। এ ডেটা সেন্টার থেকেই ফেসবুকের সমস্ত ডেটা হালনাগাদ করা হবে।

২৭ অক্টোবর ৫ একর জমির ওপর তৈরি এ সার্ভার ফার্মটির ঘোষণা দেবে ফেসবুক কর্তৃপক্ষ। ৭৬০ মিলিয়ন ডলার খরচ করে এ ফার্মটি তৈরিতে ৩ বছর সময় লাগবে। এখানে বিদ্যুৎ সঙ্কটকালীন অবস্থায় ১৪ টি ডিজেল জেনারেটর শক্তি যোগাবে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment