Wednesday, November 2, 2011

ম্যাকবুকে আসছে নতুন মডেল

টেক জায়ান্ট অ্যাপল ম্যাকবুকের মতোই নতুন আরেকটি মডেলের ল্যাপটপ তৈরি করছে বলেই খবর রটেছে। নতুন ডিভাইসটি ম্যাকবুক এয়ারের মতোই পাতলা হবে, তবে এর মাপ হবে এয়ারের চেয়ে বেশি। খবর সিনেট-এর।

নতুন মডেলের  ডিভাইসগুলো হতে পারে ১৫ ইঞ্চি এবং ১৭ ইঞ্চি মাপের। নতুন ডিভাইসগুলোতে স্যান্ডিব্রিজ প্রসেসরের বদলে উন্নত আইভিব্রিজ প্রসেসর ব্যবহৃত হতে পারে।

বর্তমানে বাজারে থাকা অ্যাপলের ম্যাকবুক সিরিজে পাতলা ম্যাকবুক এয়ারের সর্বোচ্চ মাপ ১৩ ইঞ্চি। কিন্তু জাপানী প্রযুক্তিসাইট ম্যাকোতাকারা’র তথ্য মতে, অ্যাপল এবারে পাতলা মডেলের ডিভাইসগুলোর মাপ আরো বড়ো করছে।

অবশ্য ডিভাইসগুলো বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ মুখ খোলেনি।
এদিকে নতুন মডেলের ডিভাইসটি ম্যাকবুক এয়ার নাকি ম্যাকবুক প্রো সিরিজে যুক্ত হবে সে বিষয়ক কোনো তথ্যও ফাঁস হয়নি।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment