Tuesday, October 11, 2011

আপনার ব্লগস্পট ব্লগে গুগল ট্রান্সলেটর যোগ করুন

আপনার ব্লগে বিভিন্ন দেশ থেকে ভিজিটর আসবে এটাই স্বাভাবিক। আপনার ব্লগের ভাষা ধরুন ইংরেজি ( গুগল এডসেন্স পাবলিশারদের কয়হা উল্লেখ করে বলছি)  , সবাইত আর ইংরেজি ভালো বুঝেনা তাই আপনি যদি আপনার ব্লগ্র গুগল ট্রান্সলটার ব্যবহার করুন তাহলে ভিজিটর আপনার ব্লগের ভাষা পরিবর্তন করে সহজেই বুঝতে পারবে। এতে আপনার ভিজিটর আপনার ব্লগ ভিজিট করে মজা পাবে।
এই কাজটিও করা খুব সহজ। এই কাজটি করতে হলে আপনাকে যা করতে হব
  • প্রথমে এই লিংকে যান
  • তারপর আপনার পছন্দ মত সেটিং ঠিক করে নিন।

  • Preview Change এ ক্লিক করে এটি দেখতে কেমন হবে তা দেখে নিতে পারেন।
  • তারপর Get The Code এ ক্লিক করুন
  • তারপর আপনি কিছু html কোড পাবেন। অই কোডগুলি কপি করে নিন
  • তারপর আপনার ব্লগে লগ ইন করে Deshboard>Design>Add A Gadget?HTML/JavaScript  এ ক্লিক করে কোড গুলি দিয়ে সেইভ করুন।
এবার আপনার ব্লগ প্রিভিউ দিয়ে পরিবর্তন দেখুন।

0 comments:

Post a Comment