মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটার ব্যবহারকারীদের দেয়া রেসিপি থেকে একটি বই তৈরি হয়েছে। এ রেসিপির বইটিতে ৫০টি খাবার তৈরির রেসিপি দেওয়া আছে। তবে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতিটি রেসিপি দেয়া হয়েছে মাত্র ১৪০টি অক্ষরের মধ্যেই।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ বইটিকে বলা হচ্ছে টুইট পাই রেসিপি বা ‘টুইটসিপি’। এ বইতে যেসব রেসিপি দেয়া আছে সেগুলো টুইটার ব্যবহারকারী এবং বিখ্যাত শেফদের দেওয়া। এ বইটির নাম দেয়া হয়েছে ‘দ্যা ওয়ার্ল্ড’স শর্টেস্ট রেসিপি বুক’।
জানা গেছে, টুইসিপিতে রান্নার উপকরণ থেকে শুরু করে, বানানোর কৌশল, ডেজার্ট, পানীয় তৈরি বা স্ল্যাক্স তৈরির নির্দেশনা মাত্রই ১৪০ অক্ষরে দেয়া আছে।
জানা গেছে, বই বিক্রি করে যে আয় হবে তা চলে যাবে ফুডসাইকেল নামে একটি দাতব্য প্রতিষ্ঠানে।
বইটি কেনা যাবে ফুডসাইকেল-এর ইবে পেজ থেকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment