টেক জায়ান্ট অ্যাপল কর্তৃপক্ষ তাদের মিডিয়া সম্প্রচার এবং ক্লাউডভিত্তিক সার্ভিস আইক্লাউড-এর বিটা সংস্করণ চালু করেছে। অ্যাপলের আইডি ব্যবহার করে এ সার্ভিসটি ব্যবহার করা যাবে। খবর ম্যাশএবল-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইক্লাউড সার্ভিসটি ব্যবহারের ক্ষেত্রে মুল্য কাঠামো নির্ধারণ করেছে অ্যাপল। জানা গেছে, এ সার্ভিসটিতে ৫ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বিনামূল্যেই করা যাবে। ১০ গিগাবাইট-এর জন্য ২০ ডলার, ২০ গিগাবাইট ৪০ ডলার এবং ৫০ গিগাবাইট এর ক্ষেত্রে ১০০ ডলার খরচ হবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইক্লাউড সার্ভিসটিকে অ্যাপলের মোবাইল মি সার্ভিসটির উন্নত সংস্করণ ধরা হয়। এটি অ্যাপলের ক্লাউডভিত্তিক মিউজিক সার্ভিস।
ক্লাউড মিউজিক সার্ভিসটি অনেকটাই দূরে থাকা হার্ড ড্রাইভের মতো কাজ করে। ওয়েব সার্ভারে গান রেখে ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজার থেকে সেটি সরাসরি শোনা যাবে আইক্লাউডে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment