Tuesday, August 2, 2011

বিয়ে পড়ালো কম্পিউটার

যুক্তরাষ্ট্রের হিউস্টনের বাসিন্দা মিগুয়েল হ্যানসন এবং ডায়ানা ওয়েসলির বিয়ে পড়িয়েছে একটি কম্পিউটার। দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেবার পর চার্চে যাজকের কাছে না গিয়ে বসে পড়েন কম্পিউটারের সামনে। কম্পিউটারটি যাজকের ভূমিকায় এ জুটিকে বিয়ের নির্দেশনা দেয়। ত্রিশ জন অতিথির সামনে তারা বলেন ‘আই ডু’। খবর সিনেট-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর মিগুয়েল হ্যানসন একজন ওয়েব ডেভেলপার এবং আইটি কনসালটেন্ট। সম্প্রতি তিনি বিয়ে পড়াতে যে আচার পালন করতে হয় সেগুলো মিলিয়ে একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন। আর কম্পিউটারে সে প্রোগ্রামটি চালু করে নিজেই প্রথম বিয়েটা সেরে নিলেন।

জানা গেছে, হ্যানসন-এর তৈরি করা এ প্রোগ্রামটির নাম Rev.Bit

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, বিয়ের সময় হ্যানসনের বাবা-মা সহ ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। এরকম বিয়েতে সরকারি কোনো বাধা না থাকলেও এ দম্পতিকে নাম রেজিস্ট্রির বিষয়টি কিন্তু অবশ্যই পালন করতে হবে।





বিডিনিউজটোয়েন্টিফোরডটক

0 comments:

Post a Comment