Thursday, August 4, 2011

ছবি দেখে তথ্য দেবে সফটওয়্যার

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা এমন একটি সফটওয়্যার তৈরি করেছেন যা কোনো ব্যক্তির মুখের ছবি দেখেই তার পুরো তথ্য জানিয়ে দিতে পারে। আর এ সফটওয়্যারটি তৈরি হবার পরই তা কিনে নিয়েছে সার্চ জায়ান্ট গুগল কর্র্তৃপক্ষ। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ সফটওয়্যারটি তৈরি করেছেন কার্নেগি মেলন ইউনিভার্সিটি (সিএমইউ)-এর গবেষকরা।

গবেষক আলেহান্দ্রো অ্যাকুয়িস্টি জানিয়েছেন, কোনো ব্যক্তির বিষয়ে তথ্য পেতে তার ছবিটি কম্পিউটারের ক্যামেরার সামনে ধরলেই তার বিষয়ে অনলাইনে সব তথ্যই পাওয়া যাবে। সে তথ্য ঘেঁটে যেকোনো কিছু হ্যাকও করে ফেলা সম্ভব। তাই অনলাইনে ব্যাক্তিগত তথ্য কঠোর নিরাপত্তার মধ্যে রাখা খুবই কঠিন।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘নিউ সায়েন্টিস্ট’ সাময়িকীতে।

জানা গেছে, চলতি সপ্তাহে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ব্ল্যাক হ্যাট সিকিউরিটি কনফারেন্সে এ সফটওয়্যারটি বিষয়ে জানানো হবে।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment