ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডব্লিও৩ তার ২০তম বছরে পা রাখলো। ২০ বছর আগে আজকের দিনটিতে টিম বার্নস লি একটি প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছিলেন এবং এর ভিত্তিতেই শুরু হয়েছিলো ইন্টারনেট যুগের। শুভ জন্মদিন ইন্টারনেট। খবর বিবিসি-এর।
সংবাদমাধ্যমটি মন্তব্য করেছে, এখন আর তেমন কেউ এ তারিখটাকে মনে রাখেন না। তবে, এটি নীরবেই আমাদের জীবনকে বদলে দিচ্ছে।
টিম বার্নস লি তার এ প্রকল্পটির নাম দিয়েছিলেন ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’। ১৯৯১ সালের ৬ আগস্ট চালু হয়েছিলো ডব্লিও ডব্লিও ডব্লিও।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment