Monday, July 18, 2011

স্মরণশক্তি নষ্টের জন্য দায়ী গুগল!

নিজের মেধাশক্তি না খাঁটিয়ে বর্তমানে মানুষ গুগল সার্চ ইঞ্জিনের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে। কোনো বিষয়ের তথ্য জানতে মানুষ এখন বইয়ের বদলে ইন্টারনেটে সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে। ফলে যেকোনো বিষয়ের বিস্তারিত তথ্য দ্রুত মানুষকে খুঁজে দেওয়ার মাধ্যমে গুগল মানুষের মনে রাখার ক্ষমতা বা শক্তিকে নষ্ট করে দিচ্ছে। হারভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণায় প্রাপ্ত তথ্যানুযায়ী, বর্তমানে সারা বিশ্বে ইন্টারনেটের ব্যবহার যেমন বেড়েছে, তেমনি কমেছে মানুষের মেধার ব্যবহার। ইন্টারনেটের কল্যাণে কোনো কিছু জানতে হলে মানুষ প্রথমেই ইন্টারনেটে গিয়ে সে বিষয়ে তথ্য খুঁজে থাকে। আর এ কারণে গুগল ছাড়াও অন্যান্য সার্চ ইঞ্জিন যেমন_মাইক্রোসফটের বিং, ইয়াহু ইত্যাদির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে।
- ফারহাত আহমেদ
সূত্র: ইন্টারনেট

0 comments:

Post a Comment