সাম্প্রতিক এক গবেষণার ফল বলছে, অনলাইনে পুরুষের চেয়ে নারীরাই বেশি খোলামেলা। তারা সাইবারজগতে পুরুষের চেয়ে বেশি উত্তেজক কথা বলেন এবং বিশ্বাসঘাতকতার কাজটিও করে থাকেন অপেক্ষাকৃত বেশি। খবর সিনেট-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা এবং ওয়াসবার্ন ইউনিভার্সিটির দুজন গবেষক আলাদা আলাদা গবেষণা করে একইরকম ফল পেয়েছেন।
জানা গেছে, ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা-এর গবেষক দিয়ানে খোলাস ওয়াইসোকির গবেষণার বিষয়টি ছিলো ‘লেট মাই ফিংগারস ডু দ্য টকিং: সেক্সটিং অ্যান্ড ইনফিডেলটি ইন সাইবারস্পেস’।
গবেষণার ফল বলছে, সাইবার জগতে তিনজনের দুইজন মেয়েই খোলামেলা আলাপচারিতায় অভ্যস্ত। এ ছাড়াও অধিকাংশ নারী অনলাইনে তাদের বিবসনা ছবি পাঠাতে পছন্দ করেন। এদিক থেকে পুরষের হার অর্ধেক।
গবেষক ড. ওয়াইসোকি জানিয়েছেন, অনলাইনে প্রতারণা যেমন বাড়ছে তেমনি সেক্সটিং বা খোলামেলা আলাপচারিতাও বাড়ছে। আর এখন এটিই দাম্পত্য বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
bdnews24.com
0 comments:
Post a Comment