Monday, July 18, 2011

গুগল প্লাস এখন সোশাল নেটওয়ার্কিংয়ের ‘আলাস্কা’

আলাস্কায় সবচেয়ে বেশি অভাব নারী সঙ্গীর। সেখানে পুরষের সংখ্যাধিক্য। আর বর্তমানে সার্চ জায়ান্ট গুগলের সোশাল নেটওয়ার্কিং সাইট গুগল প্লাস নেটওয়ার্কিং জগতের ‘আলাস্কা’ বলেই জরিপের ফল বলছে। খবর এমএসএনবিসি-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোশাল নেটওয়ার্কিং সাইট হিসেবে গুগল প্লাস চালু হবার এক মাস পার না হতেই এ সাইট ব্যবহারকারী ১ কোটির মাইলফলক ছাড়িয়েছে। কিন্তু গুগল প্লাসের ইউজার ডেমোগ্রাফি দেখাচ্ছে, এ সাইটটি একরকম নারী বিবর্জিত।
জানা গেছে, গুগল প্লাস ব্যবহারকাদের মধ্যে পুরষের হার শতকরা ৭৩ ভাগ।
এদিকে, সাইট বিশ্লেষকরা বলছেন, গুগল প্লাস সাইটটি হবে সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকের প্রতিদ্বন্দ্বি। কিন্তু ফেসবুকের জরিপে দেখা গেছে, সেখানে নারী ব্যবহারকারীর সংখ্যাই বেশি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগল প্লাসে নারী ব্যবহারকারী কম হবার কারণে গুগলকে ভুগতে হবে বলেও বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগল প্লাস সাইটটিতে প্রযুক্তির ব্যবহার অনেক বেশি হয়েছে। এ ছাড়াও সার্কেল, স্ট্রিম নামের নতুন ধারণা অনেক নারীর কাছেই বোধগম্য হয়নি। তাই গুগল প্লাসের প্রযুক্তিভীতিই এ সাইটটিকে ‘আলাস্কা’ বানিয়ে দিয়েছে।

0 comments:

Post a Comment