Thursday, July 28, 2011

ডিভিডিকে বিদায় জানালো অ্যাপল

টেক জায়ান্ট অ্যাপলের ম্যাক মিনি কম্পিউটার থেকে ডিভিডি ব্যবহারের অপশনটি সরিয়ে ফেলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ম্যাক মিনি থেকে ডিভিডি সরিয়ে ফেলায় কম্পিউটারে অপটিক্যাল ড্রাইভের যুগ শেষ হয়ে গেলো, আর ডিভিডির কফিনে শেষ পেরেকটি ঠোকা হলো। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাপল সম্প্রতি তাদের কম্পিউটারের নতুন সংস্করণ এনেছে। ম্যাক বুক এয়ার এবং ম্যাক মিনিতে নতুন করে যোগ হয়েছে উন্নত প্রসেসর এবং থান্ডারবোল্ট পোর্ট। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি এসেছে ডিভিডি প্ল্যাটফর্ম ছেড়ে দেওয়ায়।

জানা গেছে, এবারই প্রথম অ্যাপল তাদের অপারেটিং সিস্টেম ম্যাক ও এক্স লায়ন ইউএসবিতে ব্যবহারের জন্য দিয়েছে। পাশাপাশি এটি অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেয়া যাবে। এবারই প্রথম ডিভিডি ফরম্যাটে অপারেটিং সিস্টেম বিক্রি বন্ধ করলো প্রতিষ্ঠানটি।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, অ্যাপলের তৈরি ম্যাকবুক এয়ার এবং ম্যাক মিনিতে অপটিক্যাল ড্রাইভ সুবিধা না থাকায় ডিভিডি বা সিডি ব্যবহার করা যাবে না। তবে, এগুলো ব্যবহার করতে চাইলে আলাদাভাবে ৬৬ পাউন্ড খরচ করে সুপার ড্রাইভ সেট করে নিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, কোনো প্ল্যাটফর্ম ছেড়ে দেবার বিষয়ে অ্যাপল বরাবরই পথপ্রদর্শক। ১৯৯৮ সালে অ্যাপলই প্রথম তাদের ডিভাইসে ফ্লপি ডিস্ক ব্যবহার বন্ধ করেছিলো।

এদিকে জানা গেছে, ডিভিডি প্ল্যাটফর্ম এতো তাড়াতাড়ি ছেড়ে দেবার কারণে সমালোচনায় পড়েছে অ্যাপল।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment