Thursday, July 28, 2011

আরো সহজ হচ্ছে টুইটার সার্চ

সম্প্রতি মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, সাইটটির সার্চ পদ্ধতি আরো সমৃদ্ধ এবং সহজতর হচ্ছে। টুইটার কর্তৃপক্ষের দাবি, ক্ষুদে বার্তার সাইটটি এবং আলাদা সার্চ সাইট উভয়ক্ষেত্রেই সার্চ পদ্ধতিতে পরিবর্তন আসছে। খবর এমএসএনবিসি-এর।

টুইটার কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, টুইটারের সার্চ পদ্ধতিতে চলতি সপ্তাহের মধ্যেই পরিবর্তন আসছে; কারণ, দ্রুতই টুইটারের সার্চ ইঞ্জিনটির ব্যবহার বাড়ছে। এমনকি তা প্রতি সেকেন্ডে ৩০ হাজারের মাত্রাও ছাড়িয়ে গেছে।

জানা গেছে, নতুন সার্চ ইঞ্জিনে সহজেই যে কোনো তথ্য পাওয়া যাবে। সার্চ ইঞ্জিনে সার্চের বিষয়টি লিখলে  ডান দিকের প্যানেলে একটি পপ-আপ বার দেখা যাবে যাতে কোনো নির্দিষ্ট একটি টুইট সার্চের ফলাফল দেখানো হবে, পাশাপাশি সেখানে ওই টুইট বিষয়ক ছবি, ভিডিও গ্যালারি এবং সংশ্লিষ্ট বিষয়টিও দেখানো হবে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment