সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান এ বছর সে দেশটিতে প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্বদের এক তালিকা তৈরি করেছে। সে তালিকার শীর্ষে রয়েছেন সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকারবার্গ। দ্বিতীয় অবস্থানে রয়েছেন মাইক্রোব্লগিং সাইট টুইটার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। খবর বিবিসি অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাজ্যে প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে গত বছর অ্যাপল প্রতিষ্ঠাতা এবং সিইও স্টিভ জবস এবং মাইক্রোসফট সিইও স্টিভ বলমার শীর্ষ তালিকায় ছিলেন। কিন্তু এ বছর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের শক্তিমত্তা বিবেচনায় তারা পিছিয়ে গেছেন।
জানা গেছে, স্টিভ জবসকে শীর্ষ থেকে ৫ নম্বরে ছিটকে ফেলে প্রথম স্থানটি এখন মার্ক জুকারবার্গের। আর এ তালিকার বাইরেই চলে গেছেন মাইক্রোসফটের বর্তমান সিইও স্টিভ বলমার।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, গার্ডিয়ান কর্তৃপক্ষ শীর্ষ প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্বের তালিকা করতে প্রযুক্তির ক্ষেত্র, পাবলিক রিলেশন এসব বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন।
জানা গেছে, শীর্ষ ১০০ জনের তালিকায় ঠাঁই হয়নি ‘টুইটারার’ খ্যাত স্টিফেন ফ্রাই এবং ‘ডিজিটাল চ্যাম্পিয়ন’ খ্যাত মার্থা লেন ফক্স-এর।
এবারের তালিকায় আবারো উন্নতি ঘটেছে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের। ২০১০ সালে প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তার অবস্থান ছিলো ৫৮তে। ২০১১ সালে তার অবস্থান এখন ৩২-এ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment