বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ বিষয়ে সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার ও আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ইস্যুকারী সব ব্যাংকের প্রধানদের পাঠিয়ে দিয়েছে।
বাংলাদেশের প্রচলিত আইনে ক্রেডিট কার্ড ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে এ ধরনের লেনদেনের সুযোগ এতোদিন ছিল না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ধীরে ধীরে দেশে এই সুযোগ উন্মুক্ত করা হবে। এর অংশ হিসেবেই বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এই সুযোগ দেওয়া হলো।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বিদ্যমান ব্যবস্থায় বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন ফি, নিবন্ধন ফি, ভর্তি ফি এবং টিওইএফএল, এসএটি ও বিদেশি পেশাজীবী সংস্থার সদস্য ফি পাঠাতে হয় অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে টিটি/এমটি/ড্রাফট আকারে। এখন থেকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেই এ ধরনের ফি পাঠানো যাবে।
আর যাদের ব্যক্তিগত কার্ড নেই তাদের পক্ষে মনোনীত ব্যাংক শাখা কর্তৃপক্ষ ব্যাংকের কার্ড ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে এ ধরনের ফি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বরাবরে পাঠাতে পারবে। সার্কুলারে একে উল্লেখ করা হয়েছে 'ভার্চুয়াল কার্ড' হিসেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Post a Comment