Thursday, July 14, 2011

গুগল প্লাসের মধুর যন্ত্রণা!


সার্চ জায়ান্ট গুগল সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস গুগল প্লাস চালু করেছে। তবে, গুগল কর্তৃপক্ষ স্বীকার করেছে, নতুন সাইট চালু করায় তাদের হ্যাপাও কম সামলাতে হচ্ছে না। জানা গেছে, গুগল বলছে, তাদের গুগল প্লাসের ডিস্কে আর জায়গার সংকুলান হচ্ছে না। এদিকে, বাড়ছে স্প্যামের যন্ত্রণাও। সব মিলিয়ে, বিড়ম্বনায় গুগল। খবর সিএনএন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগল প্লাসের জন্য যে সাড়া পেয়েছে গুগল কর্তৃপক্ষ তাতে মধুর যন্ত্রণাদায়ক এক বিড়ম্বনায় পড়তে হয়েছে কর্তৃপক্ষকে।
গুগল-এর এসভিপি ভিক গানদোটরা জানিয়েছেন, গুগল প্লাস চালুর পর মাত্র ৮০ মিনিট পার না হতেই নোটিফিকেশন ট্র্যাক করার জন্য রাখা ডিস্কের জায়গা ফুরিয়ে যায়। তারপরও গুগল নোটিফিকেশন দেবার আপ্রাণ চেষ্টা করে। তবে, বেশির ভাগ ক্ষেত্রেই তা স্প্যাম নোটিফিকেশন এর মতোই ছড়িয়ে পড়ে।
তবে, গুগলে ছড়িয়ে পড়া স্প্যামের মতো অ্যালার্ট নোটিফিকেশনগুলোর জন্য ক্ষমাও চেয়েছে গুগল। গুগলের ভিপি ভিক গানদোট্রা, গুগলের এই স্প্যাম নোটিফিকেশন তাদের যন্ত্রণা বাড়াচ্ছে বলেই জানিয়েছেন।
এদিকে বিভিন্ন প্রযুক্তিভিত্তিক ব্লগ সাইটগুলোতে গুগল প্লাস বিষয়ে ইতিবাচক রিভিউ ছাপা হওয়ায় গুগল খুশি হয়েছে। তবে গুগল প্লাসে এতো ফিচার থাকার পরও আসল-নকল অ্যাকাউন্ট চেনার কোনো পথ খোলা না থাকায় কিছুটা সমালোচনাও যোগ হয়েছে।



0 comments:

Post a Comment