Friday, July 15, 2011

সৃজনশীল টুইটে মার্কিন ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটি অভাবনীয় এক সুযোগ দিচ্ছে শিক্ষার্থীদের। জানা গেছে, এই ইউনিভার্সিটি ২৩ হাজার ডলার শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে স্রেফ টুইট করার জন্য। ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সেরা টুইট নির্বাচিত হলেই মিলবে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আইওয়া-এ অফারটি দিয়েছে। এ ইউনিভার্সিটির এমবিএ কোর্সে পড়ার জন্য আবেদনকারীকে টুইট পরীক্ষা দিতে হবে।

জানা গেছে, আবেদনকারীকে টুইটারে ১৪০ অক্ষরের মধ্যেই ভর্তি পরীক্ষার প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্নের সঠিক উত্তর লেখা এবং সে উত্তরটিতে সবচেয়ে বেশি নম্বর পেলেই মিলে যাবে ইউনিভার্সিটিতে এমবিএ পড়ার সুযোগটি। আর এর জন্য স্রেফ একটি টুইট করতে হবে।

ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীর মাইক্রোব্লগিংসহ সোশ্যাল নেটওয়ার্কিং জ্ঞানের পরীক্ষা নেয়া হবে। ১৪০ অক্ষরের উত্তরেই তাদের নির্বাচিত করা হবে। অবশ্য, আবেদনকারী চাইলে টুইটের সঙ্গে নিজের ওয়েবসাইটের লিংকও দিতে পারবে।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অফ আইওয়াতে এমবিএ ভর্তির জন্য আগে ৮০০ শব্দের একটি রচনা লিখতে হতো। 

এ প্রসঙ্গে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, রচনা লেখার বিষয়টি ঘাঁটলে দেখা যাচ্ছে সব রচনাই একই ধাঁচের হয়ে যাচ্ছে এবং সেখানে সৃষ্টিশীল কিছুই থাকছে না। তাই নতুন উদ্ভাবনী এ পদ্ধতি চালু করা হলো।

এদিকে আবেদনকারী কিনজি ডেকেনজা জানিয়েছেন, ‘আদতে সহজ মনে হলেও এ পরীক্ষা পদ্ধতি মোটেও সহজ নয়। আমি টুইট করতে বসে কখনই বেঁধে দেয়া অক্ষরসীমার মধ্যে আটকে থাকতে পারছি না। অল্প শব্দে কোনো কিছু বলা বেশ কঠিন।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment