Sunday, October 2, 2011

জনপ্রিয়তায় এগোচ্ছে গুগল ক্রোম

সার্চ জায়ান্ট গুগলের তৈরি ক্রোম ব্রাউজারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সম্প্রতি ডেটা ট্র্যাকিং সাইট স্ট্যাটকাউন্টারের তথ্যমতে, গুগল ক্রোমের জনপ্রিয়তার ধারা অব্যাহত থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসেই মজিলা ফায়ারফক্সকে টপকে যাবে গুগল ক্রোম। খবর ইয়াহু অনলাইন-এর।

ব্যবহারের দিক থেকে বিশ্বে জনপ্রিয় ব্রাউজারের তালিকায় শীর্ষে রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার। দ্বিতীয় অবস্থানটি মোজিলা ফায়ারফক্স-এর আর তিনে রয়েছে গুগলের ক্রোম ব্রাউজার।

স্ট্যাস্টকাউন্টারের তথ্যমতে, ২০১১ সালের শুরুতে ব্রাউজার ব্যবহারকারীর হিসেবে গুগল ক্রোম ব্যবহার হতো ১৫ শতাংশ। এ হার এখন বেড়ে দাঁড়িয়েছে ২৩.৬ শতাংশে।

ক্রোম ব্যবহারকারী বেড়ে যাবার পেছনে ইন্টারনেট এক্সপ্লোরার এবং ফায়ারফক্স-এর জনপ্রিয়তায় ধ্বস কাজ করেছে বলেই বিশ্লেষকদের মত।

সম্প্রতি ইন্টারনেট এক্সপ্লোরের জনপ্রিয়তায় আরো ধ্বস নেমেছে। বছরের শুরুতে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারী ছিলো ৪৬ শতাংশ কিন্তু সেপ্টেম্বর মাসে তা কমে দাঁড়িয়েছে  ৪২ শতাংশ। একই সময়ে ফায়ারফক্সের ব্যবহারও কমেছে প্রায় ৫ ভাগ।

এদিকে, মোবাইল ব্রাউজারের ক্ষেত্রে শীর্ষে রয়েছে অ্যাপল। অ্যাপলের আইফোন, আইপ্যাড ডিভাইসগুলোতে জনপ্রিয় সাফারি ব্রাউজার থাকায় প্রায় ৫০ শতাংশ বাজার অ্যাপলের দখলে। দ্বিতীয় অবস্থানটি গুগল অ্যান্ড্রয়েড-এর। অ্যান্ড্রয়েড বর্তমানে ১৬ শতাংশ বাজার দখল করে আছে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment