সম্প্রতি ফেসবুকে কতোটা সময় ব্যয় হয় সে বিষয়ে একটি জরিপ করা হয়েছে। জরিপের ফল বলছে, প্রতিমাসে গড়ে ফেসবুকে সময় পার হয় প্রায় ৮ ঘন্টা। খবর সিনেট-এর।
জরিপ চালিয়েছে অনলাইন জরিপকারী সংস্থা নিয়েলসন।
নিয়েলসনের তথ্যমতে, ফেসবুক ব্যবহারকারী প্রতিমাসে গড়ে ৭ ঘন্টা ৪৫ মিনিট সময় পার করে ফেসবুকে। অবশ্য মোট ইন্টারনেট ব্যবহারকারীর কোনো সাইটে সময় কাটানোর হিসেবে এখনো দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেসবুক। প্রথম স্থানটি গুগলের দখলে।
নিয়েলসনের তথ্যমতে, মাসে একজন ব্যবহারকারী গড়ে ১০০টি সাইট ভিজিট করে, একজন ব্যক্তি ৩ হাজার পেজ ভিজিট করে এবং গড়ে প্রতি পেজে সময় কাটায় ১ মিনিটের কম। উইকিপিডিয়ায় মাসে ২০ মিনিটের কম পার করে ব্যবহারকারীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইনে সময় কাটায় মাসপ্রতি গড়ে ৩০ ঘন্টা।
এদিকে, এক্সপেরিয়ান হিটওয়েজ তাদের এক প্রেস রিলিজে বলেছে, ফেসবুকে সবচেয়ে সময় কাটানোর শীর্ষ দেশের তালিকায় শীর্ষে সিঙ্গাপুর। আর ফেসবুক ব্যবহার সবচেয়ে বেশি বাড়ছে ভারতে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
জরিপ চালিয়েছে অনলাইন জরিপকারী সংস্থা নিয়েলসন।
নিয়েলসনের তথ্যমতে, ফেসবুক ব্যবহারকারী প্রতিমাসে গড়ে ৭ ঘন্টা ৪৫ মিনিট সময় পার করে ফেসবুকে। অবশ্য মোট ইন্টারনেট ব্যবহারকারীর কোনো সাইটে সময় কাটানোর হিসেবে এখনো দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেসবুক। প্রথম স্থানটি গুগলের দখলে।
নিয়েলসনের তথ্যমতে, মাসে একজন ব্যবহারকারী গড়ে ১০০টি সাইট ভিজিট করে, একজন ব্যক্তি ৩ হাজার পেজ ভিজিট করে এবং গড়ে প্রতি পেজে সময় কাটায় ১ মিনিটের কম। উইকিপিডিয়ায় মাসে ২০ মিনিটের কম পার করে ব্যবহারকারীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইনে সময় কাটায় মাসপ্রতি গড়ে ৩০ ঘন্টা।
এদিকে, এক্সপেরিয়ান হিটওয়েজ তাদের এক প্রেস রিলিজে বলেছে, ফেসবুকে সবচেয়ে সময় কাটানোর শীর্ষ দেশের তালিকায় শীর্ষে সিঙ্গাপুর। আর ফেসবুক ব্যবহার সবচেয়ে বেশি বাড়ছে ভারতে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment