Sunday, September 25, 2011

টাকা দিয়ে ফেসবুক ব্যবহারের ভূয়া চিঠি

নিজের গাঁট থেকে অর্থ খরচ করে তবেই সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক ব্যবহার করতে হবে এমন খবর আগেও রটেছিলো। ফেসবুকে চার্জ বসছে এমনই একটি ভূয়া চিঠি (চেইন লেটার) আবারও ফেসবুকের ওয়ালে ছড়িয়ে পড়েছে। কিন্তু ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এমন খবরকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। খবর হাফিংটন পোস্ট-এর।

সম্প্রতি সানফ্রান্সিকোতে অনুষ্ঠিত হয়ে গেলো ‘এফ ৮’ নামে ফেসবুকের বার্ষিক সভা। এ সভাতেই ফেসবুক নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা জানিয়েছিলেন মার্ক জুকারবার্গ। প্রোফাইলে বড়ো ধরনের পরিবর্তনসহ পুরো কাঠামোতেই পরিবর্তন এসেছে ফেসবুকে। ফেসবুকে পরিবর্তন আসার এ উপলক্ষ্যটিকেই বেছে নিয়ে নতুন গুজবটি ছড়িয়েছে।

এবারে, ফেসবুক পোস্টের আদলে এ চেইন লেটারটি ফেসবুক ওয়ালে দেখা যাচ্ছে।  এ চিঠিতে দাবী করা হয়েছে, চলতি বছর থেকে ফেসবুক ব্যবহারে অর্থ লাগবে। নতুন প্রোফাইল তৈরির জন্য এ ফি দেয়া লাগবে ফেসবুক কর্তৃপক্ষকে।

কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস-এর বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলেই বলেছেন, ‘ফেসবুকে চার্জ বসার গুজবটির নাম ‘পপিকক’। ফেসবুক কর্তৃপক্ষের সাইটটিতে চার্জ বসানোর কোনো প্রয়োজনই নেই কারণ ফেসবুকে যে পরিমাণ বিজ্ঞাপন এসেছে তাতেই তাদের কাঁড়ি কাঁড়ি অর্থ আসছে।’

উল্লেখ্য, ফেসবুক-স্কাইপ চুক্তির সময়ও এমন খবর চাউর হয়েছিলো।

গ্রাহাম ক্লুলেই আরো বলেছেন, যখনই এমন গুজব উঠবে তখন ব্যবহারকারী তাদের লগইন পেজের সাইন আপ লেখার নিজের বাক্যটি খেয়াল করে দেখবেন। সেখানে লেখা রয়েছে ‘ইট’স ফ্রি অ্যান্ড অলওয়েজ উইল বি’।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

0 comments:

Post a Comment