Monday, September 26, 2011

গুগল ডকস হচ্ছে 'গুগল ড্রাইভ'

সার্চ জায়ান্ট গুগল কর্তৃপক্ষ সম্প্রতি ‘গুগল ডকস’ ব্র্যান্ডটিকে নতুন নাম এবং নতুন ফিচার যোগ করে নতুনভাবে আনার পরিকল্পনা করেছে। ওয়েবভিত্তিক এ স্টোরেজ সার্ভিসটি এখন গুগলের পরীক্ষাগারে রয়েছে। শীগগিরিই এটি নতুন নামে চালু হবে বলে খবর রটেছে। খবর টেক ক্রাঞ্চ-এর।

গুগল কর্তৃপক্ষ নতুন এ সার্ভিসটির নাম রাখতে পারে ‘গুগল ড্রাইভ’। ‘গুগল ডকস’কে রিব্র্যান্ডিং করেই ‘গুগল ড্রাইভ’ আনার পরিকল্পনা করেছে গুগল কর্তৃপক্ষ।

গুগল ড্রাইভে যে ফিচারগুলো যোগ করা হবে সেগুলোর সঙ্গে গুগলের ড্রপবক্স-এর সঙ্গে মিল থাকতে পারে। এ পদ্ধতিতে কেবল ফাইল ড্র্যাগ করে বক্সে ফেললেই সেটি জমা হবে।

‘গুগল ডকস’ সার্ভিসটিতে যদিও ফাইল রাখা যায় তারপরও এটি জনপ্রিয় নয়। এ সার্ভিসটিকে আরো জনপ্রিয় করতেই নাম পাল্টে এবং নতুন ফিচার যোগ করে চালু করার পরিকল্পনা করেছে গুগল।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

0 comments:

Post a Comment