একটা সময় ছিল যখন চিঠি ছিলজনপ্রিয় যোগাযোগ মাধ্যম। কারও কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন কিন্তু সেটি তিনি পড়েছেন কি না তা আজও জানা হয়নি। আবার আপনি হয়তো কাউকে একটি চিঠি দিয়েছিলেন এবং সেটি ছিল শেষ চিঠি। অনেক বছর পর যদি কখনো আপনাদের দেখা হয়ে যায় তখন হয়তো পুরোনো অনেক স্মৃতিই মনে পড়ে। তখন হয়তো সেই চিঠিটির কথাও মনে পড়ে। তখন দীর্ঘশ্বাস ফেলে বলতে হয়, ‘তুমি ভালো আছো তো?’ তখন যদি পুরোনো কোনো প্রসঙ্গ নিয়ে কথা হয় তাহলে নিশ্চয়ই সেই চিঠির কথাও উঠে আসে। তখনই জানা যায় চিঠিটি তিনি পান-ই নি। তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না।
সেই যুগ শেষ। এখন যোগাযোগের জন্য ই-মেইল, ফেসবুক, মোবাইল ফোন কত কী-ই না আছে! তবে দ্রুত এবং সাশ্রয়ী মাধ্যম হিসেবে ই-মেইল আছে শীর্ষে।আপনি হয়তো কারও কাছে ই-মেইল করেছেন কিন্তু ই-মেইলটি প্রাপক পড়েছে কি না সেটা অনেক সময় জানার দরকার হয়। আবার অনেক সময় দেখা যায় প্রাপক ই-মেইলটি পড়েও বলেন, ‘আমি পড়িনি বা পাইনি।’ তখন আর কিছু করার থাকে না। আপনি হয়তো চাকরির জন্য ই-মেইলে অনেকগুলো জীবনবৃত্তান্ত পাঠিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। কিন্তু দেখা গেল কোনো প্রতিষ্ঠান থেকেই আপনাকে ডাকেনি বা মাত্র একটা-দুইটা প্রতিষ্ঠান থেকে আপনাকে ডেকেছে। প্রশ্ন হতে পারে আপনার জীবনবৃত্তান্তগুলো কি কোনো প্রতিষ্ঠানেরই পছন্দ হয়নি নাকি আপনার ই-মেইলটি কেউ খুলেই দেখেনি। পছন্দ না হলে হয়তো জীবনবৃত্তান্ত সম্পাদনা করা যায়। কিন্তু যদি কেউ সেটি খুলেই না দেখে তবে তো আর ডাকার প্রশ্নই ওঠে না।
আপনার ই-মেইলটি প্রাপক পড়েছেন কি না সেটি সাধারণত জানার উপায় থাকে না। যদি এমন হতো যে আপনার ই-মেইলটি প্রাপক পড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে এবং সেটাতে লেখা থাকবে প্রাপকের মেইলটি পড়ার সময়, অবস্থান, আইপি ঠিকানা, কতবার পড়েছেন, ব্রাউজার নেম, অপারেটিং সিস্টেম ইত্যাদি ইত্যাদি। তাহলে কেমন হতো?
এই কাজটি চাইলেই করতে পারেন।এ জন্য প্রথমে www.spypig.com/farm/signin.php ঠিকানার ওয়েবসাইট থেকে Sign up Now-এ ক্লিক করে নিবন্ধন করে সাইন-ইন করুন। তারপর ১. Your email address-এ আপনি যে মেইল ঠিকানায় ই-মেইলটি পড়ার নোটিফিকেশন পেতে চান সেটি লিখুন। ২. Your message title-এ আপনার ই-মেইলের সাবজেক্ট নাম লিখুন। ৩. Select your SpyPig tracking image থেকে কোনো একটি ছবি নির্বাচন করে নিচের বাটনে ক্লিক করুন। এখন ৬০ সেকেন্ডের মধ্যে নিচের ছবিটি কপি করে ই-মেইল মেসেজের মধ্যে (বডি) পেস্ট করে আপনার ই-মেইলটি পাঠিয়ে দিন। এখন থেকে প্রাপক মেইলটি পড়লে সঙ্গে সঙ্গে SpyPigÊNotificationÊ নামে একটি মেইল আসবে আপনার ই-মেইলে।সেটিতে লেখা থাকবে প্রাপকের মেইলটি পড়ার সময়, অবস্থান, আইপি ঠিকানা, কতবার পড়েছেন, ব্রাউজার নেম, অপারেটিং সিস্টেম ইত্যাদি। —মো. আমিনুর রহমান
সেই যুগ শেষ। এখন যোগাযোগের জন্য ই-মেইল, ফেসবুক, মোবাইল ফোন কত কী-ই না আছে! তবে দ্রুত এবং সাশ্রয়ী মাধ্যম হিসেবে ই-মেইল আছে শীর্ষে।আপনি হয়তো কারও কাছে ই-মেইল করেছেন কিন্তু ই-মেইলটি প্রাপক পড়েছে কি না সেটা অনেক সময় জানার দরকার হয়। আবার অনেক সময় দেখা যায় প্রাপক ই-মেইলটি পড়েও বলেন, ‘আমি পড়িনি বা পাইনি।’ তখন আর কিছু করার থাকে না। আপনি হয়তো চাকরির জন্য ই-মেইলে অনেকগুলো জীবনবৃত্তান্ত পাঠিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। কিন্তু দেখা গেল কোনো প্রতিষ্ঠান থেকেই আপনাকে ডাকেনি বা মাত্র একটা-দুইটা প্রতিষ্ঠান থেকে আপনাকে ডেকেছে। প্রশ্ন হতে পারে আপনার জীবনবৃত্তান্তগুলো কি কোনো প্রতিষ্ঠানেরই পছন্দ হয়নি নাকি আপনার ই-মেইলটি কেউ খুলেই দেখেনি। পছন্দ না হলে হয়তো জীবনবৃত্তান্ত সম্পাদনা করা যায়। কিন্তু যদি কেউ সেটি খুলেই না দেখে তবে তো আর ডাকার প্রশ্নই ওঠে না।
আপনার ই-মেইলটি প্রাপক পড়েছেন কি না সেটি সাধারণত জানার উপায় থাকে না। যদি এমন হতো যে আপনার ই-মেইলটি প্রাপক পড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে এবং সেটাতে লেখা থাকবে প্রাপকের মেইলটি পড়ার সময়, অবস্থান, আইপি ঠিকানা, কতবার পড়েছেন, ব্রাউজার নেম, অপারেটিং সিস্টেম ইত্যাদি ইত্যাদি। তাহলে কেমন হতো?
এই কাজটি চাইলেই করতে পারেন।এ জন্য প্রথমে www.spypig.com/farm/signin.php ঠিকানার ওয়েবসাইট থেকে Sign up Now-এ ক্লিক করে নিবন্ধন করে সাইন-ইন করুন। তারপর ১. Your email address-এ আপনি যে মেইল ঠিকানায় ই-মেইলটি পড়ার নোটিফিকেশন পেতে চান সেটি লিখুন। ২. Your message title-এ আপনার ই-মেইলের সাবজেক্ট নাম লিখুন। ৩. Select your SpyPig tracking image থেকে কোনো একটি ছবি নির্বাচন করে নিচের বাটনে ক্লিক করুন। এখন ৬০ সেকেন্ডের মধ্যে নিচের ছবিটি কপি করে ই-মেইল মেসেজের মধ্যে (বডি) পেস্ট করে আপনার ই-মেইলটি পাঠিয়ে দিন। এখন থেকে প্রাপক মেইলটি পড়লে সঙ্গে সঙ্গে SpyPigÊNotificationÊ নামে একটি মেইল আসবে আপনার ই-মেইলে।সেটিতে লেখা থাকবে প্রাপকের মেইলটি পড়ার সময়, অবস্থান, আইপি ঠিকানা, কতবার পড়েছেন, ব্রাউজার নেম, অপারেটিং সিস্টেম ইত্যাদি। —মো. আমিনুর রহমান
0 comments:
Post a Comment