Tuesday, September 20, 2011

নতুন করে সাজছে ফেসবুক

২২ সেপ্টেম্বর সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এফ ৮ ডেভেলপার কনফারেন্স। এ কনফারেন্সে সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুককে আবারও নতুন করে সাজানোর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। ফেসবুকের ইউজার প্রোফাইলে বড়ো ধরনের পরিবর্তন আসছে বলেই জানা গেছে। খবর ম্যাশএবল-এর।

ফেসবুকে কি ধরনের পরিবর্তন আসছে সেটি এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে, ফেসবুকে মিউজিক এবং মিডিয়া প্ল্যাটফর্ম জুড়তে বড়ো ধরনের পরিবর্তন আসছে বলেই বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

ফেসবুকে সবচেয়ে বড়ো পরিবর্তন ঘটতে পারে প্রোফাইলে। প্রোফাইলে বেশিক্ষণ ব্যবহারকারী ধরে রাখতেই এ পরিবর্তন আনা হচ্ছে বলেই ফেসবুক সূত্র জানিয়েছে।

ফেসবুকে নতুন করে অ্যাপস্টোর, মিউজিক এবং ভিডিও সাইট দেখার অপশন যোগ হতে পারে।

‘প্রজেক্ট স্পার্টান’ নাম দিয়ে ফেসবুকের নতুন এ নকশা তৈরি করেছে কর্তৃপক্ষ। কিন্তু ফেসবুকে কি ধরনের পরিবর্তন আনা হবে সে বিষয়ে তথ্য যাতে ফাঁস হয়ে যেতে না পারে সে জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি এফ৮ এর আগে কোনো কিছু প্রকাশ করবে না বলে প্রতিষ্ঠানটি মুখে কুলুপ এঁটেই রয়েছে।

নতুন ডিজাইনের ফেসবুক পেতে তাই আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতেই হচ্ছে।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment