Thursday, August 18, 2011

আসুস আনলো গেমিং হেডসেট


গেম খেলার সময় যাতে বাইরে থেকে শব্দ এসে মনোযোগে ব্যাঘাত না ঘটাতে পারে সে বিষয়টি মাথায় রেখে একটি হেডসেট তৈরি করেছে ইলেকট্রনিক জায়ান্ট আসুস। হার্ডকোর গেমারদের জন্য বিশেষভাবে তৈরি এ ডিভাইসটি শ্রোতার মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে এমন সব ধরনের শব্দ ফিল্টার করতে সক্ষম। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরওজি ভলকান এএনসি নামের এই গেমিং হেডসেটটি বেশ হালকা এবং নরম ফোম ও জাপানি চামড়ার তৈরি। এটি ভাঁজ করেও রাখা যায় বলে সহজেই বহনযোগ্য।

এতে রয়েছে ৪০ মিলিমিটার হেডফোন ড্রাইভ যা অডিও শুনতে সাহায্য করবে। এটি বিল্ট ইন ব্লেড শেপড ডেটাকেবল এবং মাইক্রোফোন।

আসুস কর্তৃপক্ষ জানিয়েছে, যারা দীর্ঘ সময় ধরে গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এ হেডফোনটি উপযোগী হবে।

এ হেডফোনটির দাম পড়বে ৭ হাজার ১০০ ভারতীয় টাকা।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment