সম্প্রতি যুক্তরাষ্ট্রের অপটিক্যাল ডিস্ক নির্মাতা প্রতিষ্ঠান মিলেনিয়েটা এবং হিটাচি-এলজি কর্তৃপক্ষ দাবি করেছে, তারা এমন প্রযুক্তিতে ডিভিডি তৈরি করেছে যা হাজার বছর ধরে তথ্য ধরে রাখতে পারবে। মিলেনিয়েটা কর্তৃপক্ষের দাবি, এ প্রতিষ্ঠানটির তৈরি ডিস্ক সাধারণ ডিস্কের তুলনায় আলাদা। এ ডিস্কের তথ্য যে কোনোসময় ব্যবহারযোগ্য। খবর সিনেট-এর।
জানা গেছে, মিলেনিয়েটা সম্প্রতি এম-ডিস্ক এবং এম-ডিস্ক রেডি নামের দুই ধরনের ডিস্ক তৈরি করেছে। লেজার প্রযুক্তি ব্যবহার করে রাইট করা সাধারণ ডিভিডির তথ্য সহজেই নষ্ট হয়ে যায় তবে মিলেনিয়েটার ডিস্ক প্রতিদিন ব্যবহার করলেও শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ ডিস্কটি অনেকটাই পাথরের টুকরোর মতো কাজ করে। এটা তৈরি করা হয়েছে পাথরের মত অজৈব পদার্থ দিয়ে। এ ডিভিডিতে রাইট করা মুভি, ছবি বা তথ্য কোনোভাবেই নষ্ট হবে না কারণ রাইট করার সময় ডিস্কে ক্ষুদ্র ছিদ্র তৈরি হয় কোনো প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হয় না। এ ডিস্কটির তথ্য ৯৩২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়ও টিকে থাকে।
জানা গেছে, এ ডিস্কটির সবচেয়ে অসুবিধা হচ্ছে এটি একবারই রাইট করা যায়। এরপর সেখানে থাকা তথ্য হাজার বছরের জন্য সংরক্ষিত হয়ে যায়। অবশ্য এরজন্য বিশেষ রাইটার প্রয়োজন হবে। ডিস্কটিতে রাইট করার গতিও মাত্রই ৪ এক্স।
মিলেনিয়েটা কর্তৃপক্ষ জানিয়েছে, এম-ডিস্ক নামের এই ডিস্কেটি ব্লুরের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে পারবে। আপাতত এর ধারণ ক্ষমতা সিংগেল লেয়ার ডিভিডির সমান, ৪.৭ গিগাবাইট। এ ডিস্কের দাম রাখা হবে বর্তমানের গোল্ডেন আর্কাইভাল ডিস্কের সমান, প্রতিটি ৩ ডলার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
জানা গেছে, মিলেনিয়েটা সম্প্রতি এম-ডিস্ক এবং এম-ডিস্ক রেডি নামের দুই ধরনের ডিস্ক তৈরি করেছে। লেজার প্রযুক্তি ব্যবহার করে রাইট করা সাধারণ ডিভিডির তথ্য সহজেই নষ্ট হয়ে যায় তবে মিলেনিয়েটার ডিস্ক প্রতিদিন ব্যবহার করলেও শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ ডিস্কটি অনেকটাই পাথরের টুকরোর মতো কাজ করে। এটা তৈরি করা হয়েছে পাথরের মত অজৈব পদার্থ দিয়ে। এ ডিভিডিতে রাইট করা মুভি, ছবি বা তথ্য কোনোভাবেই নষ্ট হবে না কারণ রাইট করার সময় ডিস্কে ক্ষুদ্র ছিদ্র তৈরি হয় কোনো প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হয় না। এ ডিস্কটির তথ্য ৯৩২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়ও টিকে থাকে।
জানা গেছে, এ ডিস্কটির সবচেয়ে অসুবিধা হচ্ছে এটি একবারই রাইট করা যায়। এরপর সেখানে থাকা তথ্য হাজার বছরের জন্য সংরক্ষিত হয়ে যায়। অবশ্য এরজন্য বিশেষ রাইটার প্রয়োজন হবে। ডিস্কটিতে রাইট করার গতিও মাত্রই ৪ এক্স।
মিলেনিয়েটা কর্তৃপক্ষ জানিয়েছে, এম-ডিস্ক নামের এই ডিস্কেটি ব্লুরের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে পারবে। আপাতত এর ধারণ ক্ষমতা সিংগেল লেয়ার ডিভিডির সমান, ৪.৭ গিগাবাইট। এ ডিস্কের দাম রাখা হবে বর্তমানের গোল্ডেন আর্কাইভাল ডিস্কের সমান, প্রতিটি ৩ ডলার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment