Tuesday, August 9, 2011

অভিধান বন্ধ করেছে গুগল

জনপ্রিয় সার্চ সাইট গুগল সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই অভিধান সেবা (ডিকশনারি সাইট) বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষ এখন এ সাইটটি খোঁজার পরিবর্তে ‘গুগল সার্চ’ ও ‘গুগল ট্রান্সলেটর’ ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
২০০৯ সাল থেকে গুগল কর্তৃপক্ষ আনসার ডটকম সাইটটির পরিবর্তে ডিকশনারি সাইটটি চালু করেছিল। আর প্রাথমিকভাবে এটি ‘কলিন্স কোবিল্ড ডিকশনারি’ ভিত্তিতে তৈরি করা হয়েছিল এবং পরবর্তী সময়ে এটি অক্সফোর্ড পকেট ডিকশনারি ব্যবহার শুরু করে। বর্তমানে এই ডিকশনারি সাইটটি বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে গুগল কর্তৃপক্ষ বলে, গুগলের এই ডিকশনারিটি এখন ওয়েব সার্চের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। এখন থেকে কোনো শব্দ গুগল ডিকশনারিতে খুঁজতে হলে ‘ডিফাইন এক্স’ পদ্ধতি ব্যবহার করতে হবে। সার্চে গিয়ে প্রথমে ডিফাইন লিখে এর সঙ্গে এক্সের স্থানে প্রয়োজনীয় শব্দটি লিখে সার্চ দিলেই শব্দটির অর্থ পাওয়া যাবে। —গুগল নিউজ অবলম্বনে প্রদীপ সাহা

0 comments:

Post a Comment