সার্চ জায়ান্ট গুগলের পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমের নাম আইসক্রিম স্যান্ডউইচ। চলতি বছরে গুগলের আই/ও সভায় কেবল এ সংস্করণটির নাম জানিয়ে চুপি চুপি এ নিয়ে কাজ করছিলো গুগল কর্তৃপক্ষ। তবে, সম্প্রতি আইসক্রিম স্যান্ডউইচের বিস্তারিত ফাঁস হয়ে গেছে। খবর সিনেট-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফাঁস হয়ে যাওয়া তথ্যে দেখা গেছে, আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমটি হবে ইউনিভার্সাল বা সবার জন্য এক অপারেটিং সিস্টেম। এ অপারেটিং সিস্টেমটি মোবাইল ফোন, ট্যাবলেট কম্পিউটার, টেলিভিশন, ল্যাপটপসহ সব ধরনের ডিভাইসেই কাজ করবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্যামসাং ইলেকট্রনিক্স তাদের নতুন সংস্করণের নেক্সাস এস স্মার্টফোনটিতে আইসক্রিম স্যান্ডউইচ ব্যবহার করছে বলেও তথ্য ফাঁস হয়ে গেছে।
জানা গেছে, এ হ্যান্ডসেটটিতে ব্যবহৃত অপারেটিং সিস্টেমের নাম হবে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ।
আইসক্রিম স্যান্ডউইচের ইউজার ইন্টারফেসেও ব্যাপক পরিবর্তন আসছে বলেই জানা গেছে। এটির থিমের রং হয়েছে নীল। এ ছাড়াও নোটিফিকেশন বারে ব্যাপক পরিবর্তন এনেছে গুগল।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment