Monday, August 15, 2011

'অ্যাপল ক্যাম্পাস ২' এর নতুন ছবি প্রকাশ

ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় তৈরি হবে টেক জায়ান্ট অ্যাপলের নিজস্ব ক্যাম্পাস। বিশ্বের ১ নম্বর কোম্পানি হিসেবে সদ্য খেতাব পাওয়া অ্যাপলের এ ক্যাম্পাসটি তৈরি হবে ১৫০ একর এলাকাজুড়ে। স্পেসশিপ আকারের কাঁচে ঘেরা পরিবেশবান্ধব একটি ক্যাম্পাস গড়ে তোলার খবর আগেই জানিয়েছিলেন অ্যাপল সিইও স্টিভ জবস।  সম্প্রতি অ্যাপল কর্তৃপক্ষ আবারও এ ক্যাম্পাসটির নতুন ছবি উন্মুক্ত করেছে। খবর সিনেট-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘অ্যাপল ক্যাম্পাস ২’ এর নির্মাণকাজ ২০১৫ সালের মধ্যেই শেষ হবে।

জানা গেছে, স্টিভ জবস এ ভবনটির নকশাকে ‘স্পেসশিপ’ বলেই মন্তব্য করেছিলেন। চারতলা এ ভবনটিতে ১৩ হাজার মানুষের থাকার ব্যবস্থা রয়েছে।  ভবনটিতে মাটির নীচে ১ হাজার সিটের একটি অডিটোরিয়াম, ৩ লাখ বর্গফুট এলাকাজুড়ে গবেষণাগার এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।

জানা গেছে, অ্যাপলের এ ক্যাম্পাসটির মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের জন্য নিজস্ব পাওয়ার প্ল্যান্ট থাকবে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাপলের পরিকল্পনায় থাকা এ ভবনটির নকশার ছবি নতুন করে ছাড়ার পর অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ভবনটি তৈরির পর মনে হবে মাদারশিপটি যেনো কুপারটিনোতেই নেমে এসেছিলো।

‘অ্যাপল ক্যাম্পাস ২’-এর নতুন ছবিতে ‘পরিচিতি’, ‘সাইট প্ল্যান’, ‘ফ্লোর প্ল্যান’, ‘তৈরির সরঞ্জাম’ বিষয়গুলো দেখানো হয়েছে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment